বাংলা

আকাশ ছুঁতে চাই ২৬

CMGPublished: 2023-07-13 19:29:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ভেজিটেবল ডাইংয়ের বিশেষ নকশায় এই কাপড় তৈরি করে নিজের দোকানে বিক্রি করেন মেমেত। এই কাপড়ের তৈরি পোশাক, বেডকভার, হ্যাট, ব্যাগ ইত্যাদি নানা রকম সামগ্রী ক্রেতারা দারুণ পছন্দ করেন।

মেমেত শুধু নিজেই এই ঐতিহ্যবাহী উইগুর কারুশিল্পের ধারক নন। এটি তিনি শিখাচ্ছেন তার মেয়েকেও। তার মেয়ের বয়স ১২ বছর। সে এখন থেকেই এই শিল্পে দক্ষ হয়ে উঠছে। স্কুল থেকে ফিরে হোমওয়ার্ক শেষ করে সে মায়ের কাছে শিখছে এই শিল্প। মেমেত আশা করেন, তার মেয়েও একদিন হয়ে উঠবে ঐতিহ্যবাহী এই শিল্পের ইনহেরিটর।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

কণ্ঠ: আবদুল্লাহ আল মামুন

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,

অডিও এডিটিং: নাজমুল হক রাইয়ান

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn