আকাশ ছুঁতে চাই ২৬
এই ব্লক কাপড় তৈরি করতে বিশেষ পদ্ধতির প্রয়োজন। সিনচিয়াংয়ের উইগুরদের ঐতিহ্যবাহী নকশা খোদাই করে তৈরি হয় কাঠের ব্লক। সেই ব্লকে ব্রাশ করে লাগানো হয় ভেজিটেবল কালার। আখরোটের খোসা এবং ডালিমের রস মিশিয়ে তৈরি করা হয় এই রং।
উইগুর নারী পালিদান মেমেত জানান এই রং যেমন পরিবেশ বান্ধব তেমনি টেকসই। এই ভেজিটেবল ডাই তৈরি করেন মেমেত নিজেই। ঘরে এই রং তৈরির কৌশলও অবৈষয়িক ঐতিহ্যের একটি অংশ। হামানদিস্তার মতো ছোট একটি পাত্রে আখরোটের খোসা গুঁড়া করে মিহি করা হয়। এরপর ডালিমের রস মিশানো হয়। সেটি মিশানোরও বিশেষ কৌশল আছে। তার সঙ্গে দেয়া হয় আরও কিছু উপাদান।
নীল একটি মিশ্রণ তৈরি হয়। এটি ব্রাশ দিয়ে লাগানো হয় ব্লকের উপর। মেমেত জানান, এই রং লাগানোর কৌশল আয়ত্ত্ব করতে হয় দীর্ঘ দিনের অনুশীলনে। কাপড়ের উপর চাপ দিয়ে ব্লক করারও কৌশল আলাদা। ঠিকমতো কাজটি না করতে পারলে নকশা ঝাপসা লাগবে এবং সূক্ষ্মকাজগুলো ফুটবে না।