আকাশ ছুঁতে চাই পর্ব ২২
কী রয়েছে এবারের পর্বে
১. বাংলাদেশকে ভালোবাসেন চীনের তরুণী লিন
২. নতুন যুগের নারী আয়নাগুল
৩. নারী ও শিশু-বিষয়ে সি চিন পিংয়ের বক্তব্য নিয়ে বই প্রকাশ
৪. ফ্রেঞ্চ ওপেনে নারী ডাবলসে শিরোপা জিতলেন ওয়াং এবং সিয়ে
৫. এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের দুই নারী
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
বাংলাদেশকে ভালোবাসেন চীনের তরুণী লিন
চীনের কুয়াংচৌ শহরের তরুণী লিন চিউ ওয়েন। তাকে চুইনা নামে ডাকা হয়। কুয়াংচৌ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তিনি। প্রায় দুই বছর ধরে তিনি আছেন বাংলাদেশে। এখানে তার বাবা একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বাবার প্রতিষ্ঠানে কাজ করছেন লিন ।
এক সাক্ষাৎকারে লিন বলেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন। বাংলাদেশের খাবার যেমন তার পছন্দ তেমনি বাঙালি নারীর পোশাক শাড়িও ভালোবাসেন তিনি।
বাংলাদেশের নারীরা খুব পরিশ্রমী বলে মনে করেন লিন। তিনি বলেন, চীনের নারীরা অনেক পরিশ্রম করে। তারা চীনের উন্নয়নে অনেক অবদান রাখছেন। তেমনি বাংলাদেশের নারীরাও অনেক পরিশ্রম করছেন এবং দেশের অগ্রগতিতে অনেক অবদান রাখছেন। তিনি