আকাশ ছুঁতে চাই ১৯
কী আছে এবারের পর্বে
১. মধ্য এশিয়ার নেতাদের স্ত্রীদের নিয়ে ঐতিহাসিক থিয়েটার পরিদর্শন ফাং লিইয়ুয়ানের
২. অন্যরকম শিক্ষিকা
৩. আত্মপ্রত্যয়ী নারী ফু থিং
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
মধ্য এশিয়ার নেতাদের স্ত্রীদের নিয়ে ঐতিহাসিক থিয়েটার পরিদর্শন ফাং লিইয়ুয়ানের
অনুষ্ঠানের শুরুতেই জানাচ্ছি চীনের ঐতিহ্যবাহী থিয়েটার দারুণ উপভোগ করেছেন চীনা প্রেসিডেন্টের স্ত্রী ফাং লিইয়ুয়ান এবং মধ্য এশিয়ার দুই দেশের ফার্স্ট লেডি। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের স্ত্রী ফাংলিইয়ুয়ান ও মধ্য এশীয় দুই দেশের ফার্স্টলেডি ইসুশে থিয়েটার ও চীনের শা’য়ানসি অপেরা আর্ট মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় প্রাচীনতম চীনা অপেরাগুলোর মধ্যে ছিনছিয়াং অপেরা, শা’য়ানসি অপেরার উৎস সম্পর্কে জানতে পারেন তাঁরা। পাশাপাশি অপেরার বিকাশের বিভিন্ন সময়কে চিত্রিত করে চমৎকার শিল্প প্রদর্শনী ও পারফরম্যান্স উপভোগ করেন তারা।
কিরগিজস্তান ও উজবেকিস্তানের ফার্স্ট লেডিদের সঙ্গে নিয়ে উত্তর-পশ্চিম চীনের শা’য়ানসি প্রদেশের সিয়ানে ঐতিহাসিক ইসুশে থিয়েটার পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের স্ত্রী ফাংলিইয়ুয়ান। গেল সপ্তাহে আমন্ত্রিত অতিথি কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের স্ত্রী আইগুল জাপারোভা এবং উজবেক প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের স্ত্রী জিরোতখোন মিরজিওয়েভাকে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।
এসময় তাঁরা ইসুশে থিয়েটার সাংস্কৃতিক ব্লকের ছিনছিয়াং অপেরা আর্ট মিউজিয়াম ঘুরে দেখেন, যেখানে তারা লোক অপেরা সম্পর্কিত চমৎকার বিষয় সম্পর্কে জানতে পারেন। একইসঙ্গে থাং রাজবংশের নানা ঐতিহ্য ঘুরে দেখেন তারা। পরে একটি প্রদর্শনী হলে নিজেরা ছায়া পুতুল তৈরির চেষ্টা করেন এবং প্রবীণ লোকশিল্পীদের সাথে কথা বলেন।
ইসুশে থিয়েটারে, একটি ক্লাসিক্যাল ছিনছিয়াং পারফরম্যান্সও উপভোগ করেন ফাং ও আমন্ত্রিত অতিথিরা। চীনা অপেরা সংস্কৃতি এবং শিল্পের উত্তরসূরি হয়ে উঠতে জুনিয়র প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন চীনের ফার্স্ট লেডি ফাং।