আকাশ ছুঁতে চাই ১৬
১. পুরস্কার পেলেন নারী বিজ্ঞানীর দল
২, স্মার্ট খামার গড়লেন নারী
৩. নতুন পেশায় সাফল্য পেলেন নারী মৎস্যজীবী সুই লানচি
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
পুরস্কার পেলেন নারী বিজ্ঞানীর দল
অনুষ্ঠানের শুরুতেই রয়েছে একটি ভালো খবর। সম্প্রতি চীনের ২০জন যুব নারী বিজ্ঞানী এবং পাঁচটি বৈজ্ঞানিক দলকে বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য পুরস্কৃত করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন শুনবো এখন।
বায়ু দূষণ প্রতিরোধ এবং অন্যান্য ক্ষেত্রে গবেষণার জন্য মোট ২০ জন তরুণ নারী বিজ্ঞানী এবং পাঁচটি বৈজ্ঞানিক দলকে পুরস্কৃত করা হয়েছে।
অল-চায়না উইমেনস ফেডারেশন (ACWF) এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে, চীনা জনগণের রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারপার্সন এবং এ সি ডব্লিউএফ-এর সভাপতি শ্যন ইয়ুয়ে ইয়ুয়ে নারী বিজ্ঞানীদের উৎসাহিত করেন।
তিনি বলেন জাতীয় স্বার্থে এবং জনগণের জন্য এই নারীরা কাজ করছেন।
শ্যন তাদের মূল এবং অগ্রগামী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য অর্জনের জন্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের স্বনির্ভরতা এবং শক্তি বাড়াতে মূল ও মূল প্রযুক্তিতে বাধা সমস্যা মোকাবেলা করার আহ্বান জানান।
অল চায়না উইমেনস ফেডারেশন জানায় ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ১৮৪ জন চীনা নারী বিজ্ঞানী ও গবেষককে পুরস্কৃত করা হয়েছে।
স্মার্ট খামার গড়লেন নারী
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চেচিয়াং সিটিতে স্মার্ট খামার গড়ে তুলেছেন চান চেনচেং নামের এক নারী। বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে চাষাবাদ করছেন তিনি। রিমোট-নিয়ন্ত্রিত সেন্সরের সাহায্যে খামারকে কয়েকটি ভাগে ভাগ করে চলছে ফসল উৎপাদন। ফসলের অগ্রগতি এবং মৌলিক অবস্থা ট্র্যাক করতে প্রতিটি বিভাগে চালু করা হয়েছে ডিজিটালি কোড । শুধু চেচিয়াং প্রদেশে নয়, অন্যান্য প্রদেশেও "স্মার্ট ফার্ম" গড়ে তোলার পরিকল্পনা করছেন তিনি। পাশাপাশি পুরো দক্ষিণ চিয়াংসু অঞ্চলে যান্ত্রিকভাবে এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষা রোপণে নেতৃত্ব দিচ্ছেন এই নারী।