বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৯৮

cmgPublished: 2022-11-03 19:04:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এনপিসি স্থায়ী কমিটির আইন বিষয়ক কমিশনের মুখপাত্র চাং থিয়েওয়েই গণমাধ্যমে খসড়াটির বিষয়বস্তু উপস্থাপন করার সময় বলেন, খসড়া সংশোধনীতে নারীদের অধিকার ও স্বার্থের প্রতি আরও মনোযোগ দিতে সরকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কঠিন পরিস্থিতিতে নারীদের জন্য শক্তিশালী সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, খসড়ায় নারীদের গোপনীয়তা ও সুনাম রক্ষার উপর বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, নারীদের ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন থেকে বিরত রাখতে সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ন্ত্রিত হওয়া উচিত।

ডিজাইনার থেকে উদ্যোক্তা চিয়াং লিচুয়ান

নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার , বড় শহরের চাকচিক্যময় জীবনের আকর্ষণ ছেড়ে এক তরুণী চরে গেলেন গ্রামে বাবা মাকে দেখাশোনা করার জন্য। তারপর বদরে দিলেন নিজের ও গ্রামের অনেকের ভাগ্য। চলুন শোনা যাক সেই গল্প।

চিয়াং লিচুয়ান ছিলেন ডিজাইনার। সম্ভাবনাময় ক্যারিয়ার ছিল তার। কিন্তু গ্রামে ছিলেন তার বৃদ্ধ বাবা মা। তাই ছয় বছর আগে হাংচৌ শহরের চাকচিক্যময় জীবন ছেড়ে গ্রামে চলে যান তরুণী চিয়াং। কিন্তু সেখানে তার কোন চাকরি ছিল না। চিয়াং লিচুয়ান ভাবলেন নিজের শৈল্পিক প্রতিভাকে কাজে লাগাবেন। তিনি নিজের গ্রামের বাড়িতে হোম স্টে নির্মাণের সিদ্ধান্ত নেন।

বাড়িতে তিনি গড়ে তোলেন আরামদায়ক বেডরুম, আধুনিক সুবিধার লিভিংরুম এবং অতিথি আপ্যায়নের সুন্দর ছোট ছোট কটেজ। সাথে রয়েছে গ্রামীণ পরিবেশ উপভোগের সুযোগ। আর গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সংস্কৃতি উপভোগের সুযোগ তো আছেই। সব মিলিয়ে তার বাসাবাড়িটিকেই তিনি পর্যটকদের থাকার জন্য হোম স্টে হিসেবে গড়ে নেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn