আকাশ ছুঁতে চাই পর্ব ৯৫
নারীদের সুযোগ তৈরিতে এই মেলা কিছুটা সহায়ক হতে পারে বলে মনে করেন আয়োজক হুর নসরাত এর স্বত্বাধিকারী নুসরাত আকতার লোপা।
অক্টোবরের ৭ ও ৮ তারিখ দুই দিনব্যাপী চলে এই শরৎ মেলা।
সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার
আজকের শিশু কালকের ভবিষ্যত। কন্যাশিশুকে সঠিক পরিচর্যা ও শিক্ষা দিয়ে বড় করতে পারলে তবেই ভবিষ্যতে অগ্রগামী নারী পাওয়া সম্ভব। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে।
‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে ৪ অক্টোবর বাংলাদেশ পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২২।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে এক বাণীতে বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে কন্যা শিশু। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কন্যা শিশুদের যথাযথ শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জাতীয় শিশুনীতি-২০১১ ও জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন করেছে। নারী ও শিশু নির্যাতন (দমন) আইন-২০০০ এ নতুন ধারা সংযোজন এবং বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিদ্যালয়ে ছাত্রী ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। ক্রীড়াঙ্গনেও মেয়েরা সাফল্যের স্বাক্ষর রাখছে। অতিসম্প্রতি সাফ ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়ে পুরো জাতিকে গর্বিত করেছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করার উপরেই নির্ভর করে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়াকে সুগম করা।
গ্রামকে গড়ে তুলেছেন যে নারী
চীনের ২০তম ন্যাশনাল কংগ্রেসে প্রতিনিধিরা আসছেন বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে। এমনি একজন প্রতিনিধি লিউ কুইচেন। শানসি প্রদেশের এই নারী কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ কর্মী ও গ্রাম উন্নয়নের দিক নির্দেশনাদানকারী। কিভাবে তিনি নিজের গ্রামকে গড়ে তুললেন চলুন সেই গল্প শোনা যাক।
উত্তর চীনের শানসি প্রদেশের একটি গ্রাম তুয়ানচিয়াওয়ান। পর্যটনশিল্পকে ব্যবহার করে ২০১৭ সালে এই গ্রাম দারিদ্র্য মুক্তি নিশ্চিত করে। আর গ্রামের এই উন্নয়ন ও দারিদ্র্যমুক্তিতে সবচেয়ে বড় অবদান রেখেছেন গ্রামপ্রধান এবং কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী লিউ কুইচেন।