আকাশ ছুঁতে চাই পর্ব ৯৫
কী রয়েছে এবারের পর্বে
১. নারী যেন উন্মুক্ত আকাশে ডানা মেলে উড়তে পারে: মৌ মধুবন্তী, লেখক ও সমাজকর্মী
২. নারী উদ্যোক্তাদের শরৎমেলা
৩. সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার
৪. গ্রামকে গড়ে তুললেন নারী
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।
বাংলাদেশের নারীরা প্রবাস জীবনেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তারা যেমন নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলছেন তেমনি সমাজসেবামূলক কর্মকান্ডও করছেন। আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন এমনি একজন প্রবাসী বিশিষ্ট নারী মৌ মধুবন্তী। তিনি একজন সমাজকর্মী এবং নারী অধিকারকর্মী ও লেখক। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
নারী যেন উন্মুক্ত আকাশে ডানা মেলে উড়তে পারে: মৌ মধুবন্তী, লেখক ও সমাজকর্মী
সাক্ষাৎকার
কবি মৌ মধুবন্তী দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন। তিনি প্রবাসের বাংলাদেশী কমিউনিটিতে নারীর প্রতি সংঘটিত বিভিন্ন রকম নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য কাজ করেন। মৌ মধুবন্তী বলেন,অনেক সময় কালচারের দোহাই দিয়ে নারীকে নির্যাতন মেনে নিতে বাধ্য করা হয়। কিন্তু আমি বলি, ‘কোনো অবস্থাতেই ভায়োলেন্স সহ্য করা ঠিক নয়। ’ কোভিড মহামারীর সময় নারীর উপর পারিবারিক নির্যাতন অনেক বেশি বেড়েছিল বলেও জানান তিনি।
মৌ মধুবন্তী তার কবিতার মাধ্যমে নারীদের সচেতন করার জন্য কাজ করছেন বলেও জানান। তার ১৩টি কবিতার বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এরমধ্যে বাংলা ও ইংরেজিতে এবং স্প্যানিশ ভাষাতেও বই রয়েছে।
তিনি বলেন, ‘নারী যেন উন্মুক্ত আকাশে ডানা মেলে উড়তে পারে’।
তিনি মাকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করেন।
নারী উদ্যোক্তাদের শরৎমেলা
শরৎ মানে শুভ্রতা আর নীলের ছড়াছড়ি। এই ঋতুকে কেন্দ্র করে গেল সপ্তাহে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি কনভেনশন সেন্টারে নারী উদ্যোক্তাদের মেলা বসেছিল। এতে রঙ বেরঙের পোশাকসহ ছিল নানা পণ্যের সমাহার। মেলায় প্রত্যাশিত সাড়া পাওয়ায় খুশি আয়োজক এবং অংশগ্রহণকারীরা। মেলার অঙ্গন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন চীন আন্তর্জাতিক বেতারের প্রতিবেদক ।
বাহারী রঙের পোশাক, গয়নাগাটি ও প্রসাধনী সামগ্রিসহ খাবারের আয়োজন
রাজধানীর ধানমণ্ডির একটি মিলনায়তনে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয় শরৎ মেলার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জনের বেশি নারী উদ্যোক্তা এতে অংশ নেন। বিভিন্নভাবে সাজিয়ে তোলেন তাদের ছোট ছোট স্টল। ছিল বাহারি সব আয়োজন। উৎসবমুখর পরিবেশে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে মেলা প্রাঙ্গন।
তবে এ মেলায় অংশ নেয়া বেশির ভাগ উদ্যোক্তাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন। আর যারা অনলাইনে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন তাদের পরিচিতি বেশি। তাই তাদের বেচাকেনাও অন্যদের তুলনায় বেশি বলে জানান মেলায় অংশ্রগহণকারী বেশ কয়েকজন উদ্যোক্তা।