আকাশ ছুঁতে চাই পর্ব৯১
সম্প্রতি এই এলাকার ২০০০ স্থানীয় গ্রামীণ নারী আয় বৃদ্ধির প্রকল্পে যুক্ত হয়েছেন। তারা বাটিক ও এমব্রয়ডারির মতো লোকজ শিল্পজাত সামগ্রী তৈরি করছেন। এখানে অনেক প্রবীণ নারী আসছেন। আবার অনেক নারী তাদের শিশু সন্তানকে কোলে নিয়েই এসেছেন। এর ফলে যারা শিশু সন্তানের জন্য বাইরে চাকরি করতে পারছেন না বা যারা প্রবীণ নারী অবসর জীবন কাটাচ্ছেন তাদেরকেও আয় বৃদ্ধি প্রকল্পে সংযুক্ত করা সম্ভব হয়েছে।
এ ধরনের সৃজনশীল পণ্য তৈরি করে সেগুলোকে বিপণন করার ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের হস্তশিল্পজাত সামগ্রী দেশের অন্যান্য স্থানে বিপণনের ব্যবস্থা করে একদিকে গ্রামীণ নারীদের আয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন অন্যদিকে স্থানীয় সংস্কৃতির প্রসারেও ভূমিকা রাখছেন।
চা বিশেষজ্ঞ শি সিয়াও
সুপ্রিয় শ্রোতা কারিগরী পেশায় আজকাল অনেক নারী এগিয়ে আসছেন এবং সাফল্য পাচ্ছেন। এমনি একজন সফল নারী শি সিয়াও। তিনি হলেন একজন চা বিশেষজ্ঞ। চলুন শোনা যাক তার গল্প।
চীনে নতুন ধরনের কারিগরী পেশায় নারীরা এগিয়ে আসছেন। আগে কারিগরী শিক্ষার(ভোকেশনাল) প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কম ছিল। বিশেষ করে নারীদের। তারা হাইস্কুল পাশ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণেই বেশি আগ্রহ প্রকাশ করতো। কিন্তু বর্তমানে নানা ধরনের ভোকেশনাল শিক্ষা গ্রহণের প্রতি নারীদের আগ্রহ বাড়ছে। এমনি একজন নারী শি সিয়াও। মাত্র একুশ বছর বয়সেই তিনি ছোংছিংয়ের একটি নামকরা রেস্টুরেন্টের চা বিশেষজ্ঞের কাজ করছেন। স্কুলের সহপাঠীরা যখন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া চালাচ্ছেন এবং অনেকে তাদের ভবিষ্যতের কর্মজীবন কেমন হবে সেই অনিশ্চয়তায় রয়েছেন সেই সময়ের মধ্যে শি সিয়াও নিজেকে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।
ছোংছিং ইকোনমি অ্যান্ড ট্রেড সেকেন্ডারি ভোকেশনাল ট্রেনিং স্কুলে শিক্ষা গ্রহণ করেন শি সিয়াও।
তার বাবা মায়ের ইচ্ছা ছিল না মেয়ে ভোকেশনাল স্কুলে যাক। তারা চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে পাঠাতে। কিন্তু শি চেয়েছিলেন চা বিশেষজ্ঞ হতে।২০১৬ সালে যোগ দিয়ে তিন বছর ভোকেশনাল স্কুলে শিক্ষাগ্রহণ করেন শি। হাতে কলমে শিখতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়। চা পাতা শুকানোর উত্তাপে তার হাতের ত্বক খসখসেও হয়ে যায়।
শি সিয়াও চা বিশেষজ্ঞ হিসেবে প্রাদেশিক এবং জাতীয় পর্যায়ে পুরস্কার জয় করেছেন। তিনি মনে করেন কারিগরী পেশাগুলোতে অতীতে পুরুষদের আধিপত্য থাকলেও এখন এসব পেশায় নারীরা এগিয়ে আসছেন এবং বেশ উন্নতি করছেন, সম্মানও অর্জন করছেন।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা,উপস্থাপনা : শান্তা মারিয়া
সংস্কৃতিকে কাজে লাগাচ্ছেন কুইচোওর নারীরা এবং চা বিশেষজ্ঞ শি সিয়াও, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া