বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব৯১

CMGPublished: 2022-09-15 17:30:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই পর্ব৯১

যা রয়েছে এবারের পর্বে

১. চা নারী শ্রমিকরা অবর্ণনীয় কষ্ট করছেন: মারজিয়া প্রভা, নারীবাদী অ্যাকটিভিস্ট

২. .মধ্য শরৎ উৎসবের গান

৩ . সংস্কৃতিকে কাজে লাগাচ্ছেন কুইচোওর নারীরা

৪. চা বিশেষজ্ঞ শি সিয়াও

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।

চা নারী শ্রমিকরা অবর্ণনীয় কষ্ট করছেন: মারজিয়া প্রভা, নারীবাদী অ্যাক্টিভিস্ট

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মারজিয়া প্রভা। তিনি একজন নারীবাদী অ্যাকটিভিস্ট। বাংলাদেশে বিভিন্ন চা বাগানে নারী চা শ্রমিকদের অধিকার অর্জনে কাজ করেছেন কয়েক বছর ধরে। তার সঙ্গে আমরা নারী চা শ্রমিকদের প্রসঙ্গে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

মারজিয়া প্রভা বেশ কয়েক বছর ধরে চা বাগানগুলোতে নারী শ্রমিকদের অধিকার অর্জনে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি চা বাগানে ভিজিট করে সেখান অবস্থা দেখেছেন স্বচক্ষে। চা বাগানগুলো মূলত প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনামলে। ব্রিটিশ ঔপনিবেশিক ধারা এবং অমানবিক শোষণ প্রথা এখনও কিছু কিছু সেখানে রয়ে গেছে বলে জানালেন তিনি।

প্রভা জানালেন, চা বাগানগুলোতে যেখানে নারী শ্রমিকরা কাজ করেন সেখানে কোন ওয়াশরুম নেই। ফলে নারী শ্রমিকদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকতে হয়। তারা মাতৃত্বকালীন ছুটি পান। তবে প্রসবকালীন সেবার অবস্থা খুবই খারাপ। শ্রমিকদের বাসস্থান থেকে স্বাস্থ্যকেন্দ্র অনেক দূরে। প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যা খুব কম। তাই তাদের মাতৃমৃত্যুর ঝুঁকি অনেক বেশি। ‘নারী শ্রমিকরা অবর্ণনীয় কষ্ট করছেন’, বললেন প্রভা।

নারী শ্রমিকরা তাদের প্রান্তিক অবস্থানের কারণে আবার নারী হওয়ার কারণে দ্বিমুখী শোষণের শিকার হচ্ছে। শ্রমিক ইউনিয়নে পুরুষদের আধিপত্য রয়েছে। ফলে নারীর কণ্ঠস্বর সেখানে শোনা যায় না।

মারজিয়া প্রভা মনে করেন নারী শ্রমিকদের সংঘবদ্ধ হতে হবে। তাদের অধিকারগুলো অর্জনে সংঘবদ্ধ প্রচেষ্টা এবং সচেতনতার বিকল্প নেই।

মধ্য শরৎ উৎসবের গান

চীনে সম্প্রতি অনুষ্ঠিত হলো মধ্য শরৎ উৎসব। এটি চীনের অন্যতম বড় সামাজিক উৎসব। এ উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপ আয়োজন করে গালা অনুষ্ঠানের। জাঁকজমক পূর্ণ এই অনুষ্ঠানে নাচ গান , নাটক পরিবেশিত হয়। এই উৎসবের থিম হচ্ছে চাঁদ। তাই চাঁদকে কেন্দ্র করে পরিবেশিত হয় অনেক গান। এখন শুনবো এমনি একটি গান। চীনের সং রাজবংশের সময়কার বিখ্যাত কবি সু শির লেখা নিয়ান নু চিয়াও কবিতা অবলম্বনে গানটি সৃষ্টি করা হয়েছে। গালা উৎসবে গানটি পরিবেশন করেছেন দুজন বিখ্যাত চীনা কণ্ঠশিল্পী সা তিংতিং এবং আইয়ানগা। চলুন শোনা যাক এই গান।

সংস্কৃতিকে কাজে লাগাচ্ছেন কুইচোওর নারীরা

সুপ্রিয় শ্রোতা, চীনের কুইচোও প্রদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে কাজে লাগিয়ে স্থানীয় নারীদের আয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশ। এখানকার লোকজ সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এই সংস্কৃতিকে কাজে লাগিয়ে গ্রামীণ নারীদের আয় বৃদ্ধির একটি প্রকল্প সম্প্রতি হাতে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কুইচোও প্রদেশের রাজধানী হলো কুইইয়াং। এখানকার একটি টাউনশিপ ছিংইয়ান। এই টাউনশিপের গ্রাম শানওয়াংমিয়াও। এখানে মিয়াও জাতির এমব্রয়ডারি ও বাটিক বিখ্যাত।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn