বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৭

CMGPublished: 2022-08-18 17:28:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী থাকছে এবারের পর্বে

১. গণমাধ্যমে জেন্ডার সচেতনতা খুবই কম: আফরোজা সোমা, শিক্ষক, গবেষক ও লেখক

২. তিব্বতি হস্তশিল্পকে ধারণ করছে নারী সমবায় সংঘ

৩. পুরনো বইকে নতুন আলোয় আনছেন হু খ্য

৪. ফজিলাতুননেসা পদক পেলেন পাঁচ কৃতী নারী

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

গণমাধ্যমে জেন্ডার সচেতনতা খুবই কম: আফরোজা সোমা, শিক্ষক, গবেষক ও লেখক

মিডিয়াতে নারীর উপস্থাপন, ইমেজ এবং অংশগ্রহণ সমাজে নারীর অবস্থানকে অনেকটাই প্রভাবিত করে। মিডিয়াতে নারীর ইতিবাচক উপস্থাপন কতটা জরুরি এবং নারী অধিকার অর্জনে কিভাবে সহায়ক সে প্রসঙ্গে আজ আমরা কথা বলছি এআইইউবি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং লেখক ও গবেষক আফরোজা সোমার সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

আফরোজা সোমা জানান বাংলাদেশের গণমাধ্যমে জেন্ডার সচেতনতা খুবই কম। তিনি কিছু উদাহরণ তুলে ধরেন। যেমন একজন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সেখানে পত্রিকায় সংবাদ প্রকাশে বলা হয়েছে গভীর রাতে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এখানে গভীর রাতে শব্দটির উপর অতিরিক্ত গুরুত্ব প্রদানের মাধ্যমে পাঠকের মনে এই প্রশ্ন জাগবে যে নারীটি গভীর রাতে কেন পথে বের হলো। কেন সে একা ছিল। তারমানে অপরাধের দায় অনেকটাই যেন ভিকটিমের। এই ধরনের ‘ভিকটিম ব্লেমিং’ মানসিকতা গণমাধ্যমের জেন্ডার অসচেতনতারই প্রকাশ। এজন্য সম্পাদক থেকে শুরু করে রিপোর্টার পর্যন্ত জেন্ডার বিষয়ক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলে তিনি মনে করেন। গণমাধ্যমে নারীর প্রতি অসংবেদনশীলতা অনেক সময় সমাজের নেতিবাচক মনোভাব গঠনেও প্রভাব রাখে। এ থেকে উত্তরণের জন্য চাই প্রশিক্ষণ।

আফরোজা সোমা একজন কবি। তার কবিতার বই বিষয়েও কথা বলেন তিনি। শ্রোতাদের জন্য তার একটি কবিতা শোনান সোমা।

তিব্বতি হস্তশিল্পকে ধারণ করছে নারী সমবায় সংঘ

হস্তশিল্পের জন্য চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বেশ সুনাম রয়েছে। পাথরে খোদাইকৃত তিব্বতি ভাস্কর্য শিল্পেরও সুখ্যাতি কম নয়। আরও রয়েছে তিব্বতের বুননশিল্পের সুনাম। তিব্বতের সৃজনশীল বিভিন্ন কাজের এইসব শিল্প সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় অংশ। আর এই বৃহৎ কর্মযজ্ঞের সঙ্গে নারীরাই বেশি সম্পৃক্ত। এই ধরণের শিল্পকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ করতে তরুণ নারী উদ্যোক্তাদের নিয়ে গঠন করা হয়েছে সমবায় সংঘ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।

নিপুণ হাতে কাপড় বুনছেন বয়নশিল্পীরা। ঐতিহ্যগত হস্তশিল্পের রঙ বেরঙের কাপড়সহ নানা পণ্যসামগ্রী তৈরি করছেন তারা। দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পাইনং কাউন্টিতে দেখা যায় এমন চিত্র।

তিব্বতের পশমী কাপড় ফুলু খুব বিখ্যাত। পাইনংয়ে ফুলু ব্যবহারের আছে হাজার বছরের ইতিহাস। তিব্বতি মানুষের জীবনধারা ও ঐতিহ্যের প্রমাণ বহন করে এ কাপড়। এটি তার বিশুদ্ধ রঙ এবং ঘন টেক্সচারের জন্য খুব জনপ্রিয়।

তিব্বতের ঐতিহ্যবাহী এই হস্তশিল্পকে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরতে তরুণ নারী উদ্যোক্তাদের গৃহিত উদ্যোগের মাধ্যমে গঠন করা হয় সমবায় সংঘ। সেখানে তরুণ উদ্যোগতাদের শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল শিল্পের ব্যবসা করার উৎসাহ দেয়া হয়। বংশগতসূত্রে হস্তশিল্পের সঙ্গে সম্পৃকতদের অংশ গ্রহণে এরই মধ্যে ১০৩টি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn