বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৫৮

CMGPublished: 2022-01-27 18:40:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শীতকালীন গেমসের ভেন্যু ইমেজ ডিজাইন সম্পর্কে জানতে চাইলে লিন জানান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC প্রতীক ডিজাইনের প্রাথমিক পর্যায়ে, একটি নীল ভেন্যুতে লাল বৈশিষ্ট্যগুলিকে অনুমোদন দেয়নি। ‘আমরা চাই লাল রঙ থাকুক। কারণ এই লাল রঙ বসন্ত উৎসবে লণ্ঠন ঝুলানোর ঐতিহ্যকে উপস্থাপন করবে।’ তিনি বলেন, ‘আমি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাই। এক পর্যায়ে আইওসি আমাদের দেয়া পরিকল্পনার অনুমোদন দেয়। এই ব্যাপারটি মোটেও সহজ ছিল না। কিন্তু এখন সব ডিজাইনার খুব খুশি।’ চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে লিন সুনচেন এসব কথা বলেন। এই নারীর উদ্দেশ্য নিজের কর্মের মাধ্যমে দেশের সংস্কৃতি এবং সমৃদ্ধিকে সফলভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া।

নারী ও শিশুর জীবন নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ চাই-সাক্ষাৎকার

বাংলাদেশে নারীর অগ্রযাত্রায় একটি বড় বাধা হলো নারীর প্রতি সহিংসতা। এই সহিংসতা ও নির্যাতন যেমন ঘটছে পারিবারিক বলয়ে তেমনি সমাজেও বিভিন্ন রকম নিরাপত্তাহীনতা ভুগছে নারী ও শিশু। সহিংসতা প্রতিরোধ করে নারীর জীবনকে কিভাবে উন্নয়নের পথে চালিত করা যায় এ নিয়ে আজ আমরা কথা বলবো উন্নয়ন ও মানবাধিকার কর্মী শামসুন নাহার তামান্নার সঙ্গে। তিনি মানবাধিকার সংগঠন পল্লীশ্রীর জেন্ডার জাস্টিস ও ট্রেনিংয়ের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে অনেক বছর ধরে উত্তরবঙ্গে নারী উন্নয়নে কাজ করে চলেছেন। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

শামসুন নাহার তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে বলেন যে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার মূল কারণ হলো নারী পুরুষের ক্ষমতার অসম সম্পর্ক এবং নারীর অধস্তন অবস্থা। কুসংস্কার এবং কিছু নেতিবাচক সামাজিক ভাবনাও এজন্য দায়ী। তিনি পারিবারিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এর পিছনেও রয়েছে সমাজে নারী পুরুষের বিরাজমান বৈষম্য। সম্প্রতি একজন অভিনয় শিল্পী তার স্বামীর হাতে খুন হয়েছেন এমন অভিযোগ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এই প্রসঙ্গে শামসুন নাহার বলেন সমাজে নারী পুরুষে ভারসাম্যের রয়েছে। অনেক ক্ষেত্রে নারীকে বস্তুগত অধিকারের সামগ্রী বলে মনে করা হয়। পারিবারিক নির্যাতন বিষয়ে রয়েছে নিরবতার সংস্কৃতি। নারীকে চুপ করিয়ে রাখা হয়। কোন অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই বলা হয় ‘তুমি চুপ করো।’ এই নিরবতার সংস্কৃতিকে ভাঙতে হবে। নারীর প্রতি সকল সহিংসতার বিচার হতে হবে।

ছয় বছর আগে দিনাজপুরের পার্বতীপুরে একটি পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতন করা হয়। ছয় বছর ধরে আইনী লড়াই চালিয়ে সম্প্রতি এই মামলায় ধর্ষকের যাজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত মামলাটি নিয়ে কাজ করেছেন শামসুন নাহার। মামলার দীর্ঘসূত্রিতায় এক পর্যায়ে শিশুটির পরিবার হতাশ হয়ে পড়ে। তখন শামসুন নাহার শিশুটির পরিবারের পাশে দাঁড়ান। বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিশুটির চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শামসুন নাহার মনে করেন, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গীর সূচনা করতে হবে পরিবার থেকে। শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজকে নারী ও শিশুর জন্য নিরাপদ করা সম্ভব।

গান: কংসি কংসি

চীনের নববর্ষ উৎসবের একটি ঐতিহ্যবাহী গান হলো কং সি, কংসি। এর অর্থ হলো শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষের শুভ কামনা জানিয়ে শ্রোতাদের জন্য এখন রয়েছে চীনা গান কংসি কংসি।

নতুন রেকর্ড গড়লেন চীনা নারী নভোচারী

চীনের নারী নভোচারী ওয়াং ইয়াফিং চীনের মহাকাশ অভিযাত্রায় একজন আইকন। সম্প্রতি তিনি নতুন রেকর্ড গড়েছেন। বিস্তারিত শোনাচ্ছেন মাহমুদ হাশিম।

নতুন রেকর্ড স্থাপন করলেন চীনা নারী নভোচারী ওয়াং ইয়াফিং। তিনি মহাকাশে ১০০ দিনের বেশি অবস্থান করা প্রথম নারী নভোচারীর গৌরবময় রেকর্ড স্থাপন করেছেন।

ওয়াং ইয়াফিং প্রথম মহাকাশে যান ২০১৩ সালের ১১ জুন। সেসময় তিনি নিয়ে হাইশাং এবং চাং সিয়াওকুয়াংয়ের সঙ্গে শেনচৌ এক্স স্পেসশিপে মহাকাশে যান এবং ২৬ জুন পৃথিবীতে ফেরেন।

২০২১ সালের ১৬ অক্টোবর তিনি শেনচৌ ১৩ মহাকাশ যানে আবার মহাকাশে যান নভোচারী চাই চিকাং এবং ইয়ে কুয়াংফুর সঙ্গে।

৭ নভেম্বর তিনি চীনের প্রথম নারী স্পেসওয়াকারের রেকর্ড স্থাপন করেন। সেদিন তিনি মিশন কমান্ডার মেজর জেনারেল চাই চিকাংয়ের সঙ্গে শেনচৌ ১৩ মিশনের প্রথম যানের বাইরের কার্যকলাপে অংশ নেন।

তিনি মহাকাশ থেকে বক্তৃতাও দিয়েছেন।

আকাশ ছুতে চাই অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। সবাইকে চীনা বসন্ত উৎসবের শুভ কামনা জানাই ছুন চিয়ে খুয়াইলা। সিন নিয়েন খুয়াইলা। শুভ চীনা নববর্ষ।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

বেইজিং অলিম্পিকসে চীনের ঐতিহ্য তুলে ধরছেন ডিজাইনার লিন সুনচেন, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

বসন্ত উৎসবের প্রস্তুতি এবং রেকর্ড গড়লেন চীনা নারী নভোচারী, প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn