আকাশ ছুঁতে চাই পর্ব ৫৮
আকাশ ছুঁতে চাই পর্ব ৫৮
কী থাকছে এবারের পর্বে
১. বসন্ত উৎসবের প্রস্তুতি
২. বেইজিং অলিম্পিকসে চীনের ঐতিহ্য তুলে ধরছেন ডিজাইনার লিন সুনচেন
৩. নারী ও শিশুর জীবন নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ চাই-সাক্ষাৎকার
৪. গান: চীনের নববর্ষ উৎসবের ঐীতহ্যবাহী গান কংসি কংসি
৫.রেকর্ড গড়লেন চীনা নারী নভোচারী
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।
বসন্ত উৎসবের প্রস্তুতি
চীনের বসন্ত উৎসব আসন্ন। এটি চীনের সবচেয়ে বড় উৎসব। চীনের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবকে সিন নিয়েন, ছুন নিয়েন ইত্যাদি নামে অভিহিত করা হয়। এই সময়ে পরিবারের কাছে ফিরে আসা হলো চীনের সামাজিক রীতি। দূরদূরান্ত থেকে পরিবারের সদস্যরা এই উৎসবকে কেন্দ্র করে ফিরে আসে নিজের গৃহে। পারিবারিক এই সম্মেলন এবং নববর্ষের আগের সন্ধ্যায় ডিনার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এবছর নববর্ষ উদযাপিত হতে যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি।
চীনের স্প্রিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে চীনের জনগণ এ সময় দারুণ ব্যস্ত সময় পার করছেন। স্বাভাবিকভাবেই এই ব্যস্ততার সিংহভাগ নারীদের। নববর্ষের কেনাকাটা তো আছেই। নববর্ষের বিশেষ অনুষঙ্গ দিয়ে ঘর সাজানো, নতুন পোশাক, খাবারের আয়োজন সব কিছুতেই নারীর ভূমিকা থাকে অগ্রণী। এসময় নারীরা সোনার অলংকারও কিনে থাকেন। নববর্ষ চীনের সবচেয়ে বড় সামাজিক ও পারিবারিক উৎসব আর এই উৎসবকে সার্থক করে তোলে নারী ও শিশুর সক্রিয় অংশগ্রহণ।
বেইজিং অলিম্পিকসে চীনের ঐতিহ্য তুলে ধরছেন ডিজাইনার লিন সুনচেন
বিশ্বের দরবারে গতিশীল চীনকে বিশেষভাবে তুলে ধরতে কর্মদক্ষতার সঙ্গে লিন সুনচেন কাজ করে যাচ্ছেন। তিনি এবারের শীতকালীন অলিম্পিক গেমসের একজন নারী প্রতীক ডিজাইনার। শুধু তাই নয়, রয়েছেন কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।
চায়না সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টস ডিজাইন স্কুলের ডেপুটি ডিন লিন সুনচেন। ২০২২ সালে শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের একজন সুদক্ষ প্রতীক ডিজাইনার এবং পরিচালকও তিনি। অলিম্পিকে ডিজাইনের মাধ্যমে বিশ্ববাসীর সামনে গতিশীল চীনকে নতুনভাবে তুলে ধরার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন সাহসী নারী। তিনি বলেন,‘আমি যখন আমার সংস্কৃতি নিয়ে চিন্তা করি, তখন মনে হয়, এমন কি দেখানো যায় বিশ্বকে? যা চীনের প্রতিনিধিত্ব করে।’