আকাশ ছুঁতে চাই ৫৭
রোকসানা পারভীন বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই সকলের জন্য প্রাথমিক শিক্ষার কর্মসূচী চালু করা হয়। দেশের সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকার বহুবিধ কাজ চালাচ্ছে। বর্তমানে ৯৭ শতাংশ শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে। যদিও শতভাগ শিশুকেই ভর্তি করা হয় তবুও প্রান্তিক শিশুদের কাছে পৌছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। ৯৬.২ শতাংশ কন্যাশিশু বর্তমানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। প্রাথমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জন করা অনেকটাই সম্ভব হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও নারীর সংখ্যা বেশি। তবে কন্যা শিশুদের শিক্ষা অর্জনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। প্রান্তিক অবস্থান, বাবা মায়ের পেশা, সামাজিক নিরাপত্তাহীনতা ইত্যাদি হলো চ্যালেঞ্জ। কন্যা শিশু যেন নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে সেটি নিশ্চিত করা দরকার। তাদের চলার পথে বখাটেদের উত্যক্তকরণের সমস্যা আছে। আরও আছে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিষয়টি। কোভিড মহামারীর ক্রান্তিকালে শিশুদের অনলাইনে পাঠদান এবং শিশুর খোঁজ খবর নেয়ার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান রোকসানা পারভীন।
একসময় নারীকে শিক্ষার অধিকার দিতে আমাদের দেশে সামাজিক আন্দোলন হয়েছে। রোকসানা বলেন, ‘এখন সময় এসেছে নারীর নিরাপত্তা নিশ্চিত করণে সামাজিক আন্দোলন গড়ে তোলার।’ শিশুবেলা থেকেই কন্যাশিশুকে মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সে যেন সকল বাধা অতিক্রম করে চলার মনোবল হারিয়ে না ফেলে। কন্যাশিশুকে মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন রোকসানা পারভীন।
নারীদের হস্তশিল্প প্রতিযোগিতা
উদ্ভাবনী চিন্তার প্রসারে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে চীনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল নারীদের দ্বিতীয় হস্তশিল্প প্রতিযোগিতা। উদ্যোক্তা নারীদের অন্বেষণ এবং উদ্ভাবন চালিয়ে যেতে উৎসাহিত করা এই ইভেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
নারীদের অগ্রযাত্রায় প্রতিনিয়তই বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। সমাজে নারীদের সক্রিয় ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে একের পর এক কার্যক্রম চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নারীদের নতুন নতুন উদ্ভাবনের প্রতি আকৃষ্ট করতে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে সম্প্রতি আয়োজন করা হয় হস্তশিল্প উদ্ভাবন এবং উদ্যোক্তা প্রতিযোগিতা। দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের রাজধানী কুইয়াংয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হস্তশিল্পের মাধ্যমে চীনা সংস্কৃতিকে প্রকাশ করা হয়েছে এই ইভেন্টে।
গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উৎপাদন সংস্থার সঙ্গে উদ্যোক্তাদের সমন্বয় ঘটানো এবং তাদের তৈরি পণ্য উপস্থাপন করাও এই আয়োজনের উদ্দেশ্য।
তিব্বতের লোকসংগীত: ছিংচাং মালভূমি
চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের রয়েছে সংগীতের দীর্ঘ ঐতিহ্য। তিব্বতী জাতির মেয়ে আলান দাওয়া দোলমা চীনের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। ১৯৮৭ সালে সিচুয়ান প্রদেশের ছাংদুতে জন্ম নেয়া এই শিল্পী ২০০৫ সাল থেকে চীনের সংগীত জগতে জনপ্রিয়তা পেতে শুরু করেন। তিনি আধুনিক পপ মিউজিক এবং অন্যান্য জনরার গান করলেও মূলত তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে তিব্বতের লোকসংগীত। এখন শুনবো আলানের কণ্ঠে ছিংচাং প্লেচু বা ছিংচাং মালভূমি শিরোনামে একটি গান। এই গানে তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে।
ইউএন উইমেনের সভাপতি রাবাব ফাতিমা
জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি হয়েছেন বাংলাদেশের নারী রাবাব ফাতিমা।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন।
জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর এই নির্বাচন অনুষ্ঠিত হয় সম্প্রতি। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড ও সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধিরা।
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল।
নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করে। জাতিসংঘের এই সংস্থাটি জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত। বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের কাজকে আরও বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে।উদ্বোধনী বক্তৃতায় রাষ্ট্রদূত ফাতিমা তাঁকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান।
এই সাফল্য সংবাদের সঙ্গেই শেষ হচ্ছে আজকের আকাশ ছুঁতে চাই।
অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহর্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
নারীদের হস্তশিল্প প্রতিযোগিতা প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
স্কি চ্যাম্পিয়ন কুয়ো তানতান ও ইউএন উইমেনের সভাপতি রাবাব ফাতিমা প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী