বাংলা

আকাশ ছুঁতে চাই ৫৭

CMGPublished: 2022-01-20 15:13:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী রয়েছে এবারের পর্বে

১. স্কি চ্যাম্পিয়ন কুয়ো তানতান

২. সাক্ষাৎকার: কন্যা শিশুকে মানসিকভাবে শক্তিশালী করতে হবে

৩. নারীদের হস্তশিল্প প্রতিযোগিতা

৪. তিব্বতের লোকসংগীত: ছিংচাং মালভূমি

৫. ইউএন উইমেনের সভাপতি রাবাব ফাতিমা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।চীনে এখন আসন্ন নববর্ষ এবং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে উৎসবের আমেজ চলছে। স্কি, তুষার স্কেট ইত্যাদি খেলা সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক সাড়া জাগিয়েছে। চীনের একজন বিখ্যাত স্কিয়িং ক্রীড়াবিদ হলেন কুয়ো তানতান। এই কৃতী নারী ক্রীড়াবিদ নিয়ে শুনবো একটি প্রতিবেদন।

স্কি চ্যাম্পিয়ন কুয়ো তানতান

চীনে যারা স্কি খেলাকে জনপ্রিয় করেছেন তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কুয়ো তানতান। চায়নিজ স্কিয়িংয়ের ইতিহাসে তিনি এজন পাইয়োনিয়ার। তিনি প্রথম চায়নিজ নারী যিনি ফ্রিস্টাইল স্কিয়িং এ বিশ্ব চ্যাম্পিয়ন হন।

কুয়ো তানতানের জন্ম ১৯৭৭ সালের ৫ আগস্ট ফুশুন শহরে। ১২ বছর বয়স থেকেই তিনি স্কি খেলা শুরু করেন। তিনি চীনের হয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ গোল্ড মেডেল জয় করেন।

১৯৯৭ সালের ২রা অগাস্ট অস্ট্রেলিয়ায় বিশ্ব ফ্রি স্টাইল স্কিয়িং প্রতিযোগিতা চলছিল। অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদরা ছিলেন দারুণ দক্ষ। কেউ আশা করেনি চীন স্বর্ণপদক জিতবে।

কুয়ো তানতান বলেন, ‘যখন বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা হয়, আমি কেঁদে ফেলি। চীনের দূতাবাস থেকে জাতীয় সংগীত এনে বাজানো হয়।’

নারী স্কিয়িং ক্রীড়াবিদদের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ান খেতাব তাকে এনে দেয় জনপ্রিয়তা।নিজের দেশে স্কিয়িং এবং অন্যান্য স্নো ও আইস স্পোর্টসকে জনপ্রিয় করার কাজ শুরু করেন কুয়ো তানতান। তিনি স্কি প্রশিক্ষক হিসেবেও কৃতিত্ব দেখান।

বর্তমানে তিনি বেইজিং উইন্টার অলিম্পিকসে প্রমোশন টিমের সদস্য।

চীনের আইস অ্যান্ড স্নো এবং অলিম্পিকস চেতনাকে জনগণের মধ্যে প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই নারী ক্রীড়াবিদ।

সাক্ষাৎকার: কন্যাশিশুকে মানসিকভাবে শক্তিশালী করতে হবে

সুপ্রিয় শ্রোতা, নতুন বছরে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। বাংলাদেশে বর্তমানে প্রাথমিক শিক্ষায় নারী শিশুদের অংশগ্রহণ ও চ্যালেঞ্জ নিয়ে এখন আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকসানা পারভীনের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn