আকাশ ছুঁতে চাই ৫১-China Radio International
স্বপ্নপূরণ ও সৃজনশীলতার পথে বয়স কোন বাধা নয়। কথাটি প্রমাণ করলেন চীনের পোর্সেলিন শিল্পী ইয়ু আরমেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
চীনের চিয়াংসি প্রদেশের শহর চিংদাচেন। এই শহরে রয়েছে একটি পোর্সেলিন প্রাসাদ। প্রাসাদটি বানিয়েছেন মৃৎশিল্পী ইয়ু আরমেই যার বর্তমান বয়স ৯১ বছর।
৮০ বছর বয়সে এই প্রাসাদ নির্মাণ শুরু করেন তিনি। পাঁচ বছর লাগে এটি গড়ে তুলতে। জীবনের সব সঞ্চয় এখানে ব্যয় করেছেন এই প্রবীণ নারী। প্রাসাদ নির্মাণের পর এক দশক ধরে সেটি গড়ে তুলছেন পোর্সেলিনের অনন্য সংগ্রহশালা হিসেবে। তিনি বাস করেন ওই প্রাসাদেই। প্রাসাদটির নকশা থেকে শুরু করে ভিতরের সাজসজ্জা সবই তার করা।
পোর্সেলিন শিল্পে রয়েছে ৭২টি ধারা। ইয়ু আরমেই তার সবকটিতেই পারদর্শী। ৮০ বছর বয়সে তিনি যখন এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন তখন তার ভাই বোনেরা বাধা দেন। তারা মনে করেন এত বৃদ্ধ বয়সে এমন কাজ শুরু করার কোন অর্থ নেই।
ইয়ু বলেন, ‘আমি তাদের বলি, তোমরা ভুল করছো। আমার বয়স আশি নয়, আঠারো।’
চীনের উত্তপূর্বে অবস্থিত চিয়াংসি প্রদেশের চিংদাচেন শহর দেশের ‘পোর্সেলিন রাজধানী’ হিসেবে বিখ্যাত।
এক হাজার বছর ধরে এখানে ঐতিহ্যবাহী চায়নিজ পোর্সেলিনের শিল্পসামগ্রী তৈরি হচ্ছে যা ‘চিংদাচেন পোর্সেলিন’ নামে পরিচিত। এর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। এই পোর্সেলিনের রয়েছে ২০০০ বছরের ইতিহাস ও শিল্প-ঐতিহ্য।
পাট থেকে স্যানিটারি ন্যাপকিন বানালেন বাংলাদেশী নারী বিজ্ঞানী
পাট দিয়ে স্যানিটারি প্যাড ও প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবন করায় প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা। এ ব্যাপারে বিস্তারিত রয়েছে প্রতিবেদনে
বাংলাদেশের বিজ্ঞানী ফারহানা সুলতানা পরিবেশবান্ধব করার ক্ষেত্রে পাট দিয়ে স্যানিটারি প্যাড ও প্যাড তৈরির মেশিন নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের আইসিডিডিআরবি এর সহকারী বিজ্ঞানী ফারহানা সুলতানা। এই কাজের স্বীকৃতি হিসেবে এই বিজ্ঞানী বাংলাদেশ থেকে প্রথমবারের মতো পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। পাটের সেলুলোজভিত্তিক স্যানিটারি প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবনের প্রস্তাবের জন্য চতুর্থ ইনোভেশন পিচ প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। ২০২২ সালে অনুষ্ঠিতব্য ৫ম ইনোভেশন পিচ প্রতিযোগিতায় বিচারকও নির্বাচন করা হয়েছে ফারহানাকে। ‘মহামারি মোকাবিলায় স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব হ্রাস করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইতিহাসগড়া নারী ক্রিকেট দল
সুপ্রিয় শ্রোতা শেষ করছি একটি ভালো খবর দিয়ে। সম্প্রতি জিম্বাবুয়ে থেকে সফল মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্য ছিল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। তা সঙ্গে করে নিয়েই দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা।