বাংলা

আকাশ ছুঁতে চাই ৫১-China Radio International

criPublished: 2021-12-09 19:37:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী থাকছে এবারের পর্বে

১. উইগুর সংস্কৃতির বিশেষ রেশমী নকশাকে ধরে রাখছেন যিনি

২. সাক্ষাৎকার: বিশ্বের যেখানেই গিয়েছি একটি করে গাছ লাগিয়েছি- কাজী আসমা আজমেরী

৩. গান: শিল্পী থান ওয়েইওয়েই

৪. স্বপ্নপূরণে বয়স কোন বাধা নয়

৫. পাট থেকে স্যানিটারি ন্যাপকিন বানালেন বাংলাদেশী নারী বিজ্ঞানী

৬. ইতিহাসগড়া নারী ক্রিকেট দল

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

উইগুর সংস্কৃতির বিশেষ রেশমী নকশাকে ধরে রাখছেন যিনি

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের এক কস্টিউম ডিজাইনার নারী ছং ইংফেন। রেশমের কাপড়ে বিশেষ নকশা ও বুননের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক দক্ষ শিল্পী তিনি। পোশাকে বিশেষ ধরনের এই কারুকাজ আয়ত্ত করতে পেরেছেন কেবল ইংফেনের মতো হাতেগোনা ক’জন কারিগর। বিস্তারিত প্রতিবেদনে

উইগুর ভাষায় "এটলেস" এর প্রচলিত অর্থ "টাই-ডাই"। আর এটলেস সিল্ক দিয়ে বুঝায় সিনচিয়াংয়ের আদিবাসীদের তৈরি করা রেশম কাপড়ের উপর নানা রঙের কারুকাজ। এই কাপড় মূলত তাদের নিজস্ব সংস্কৃতির পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।

সিনচিয়াংয়ের দক্ষিণাঞ্চলের হোতান সিটি, ঐতিহাসিক কাশগর শহর ও শাছোঁ কাউন্টিতে বেশি উৎপন্ন হয় এ বিশেষ ধরনের রেশম। চীনের প্রাচীন সিল্ক রোড বা রেশম পথের প্রধান দুটি শহর এই হোতান ও কাশগর। বাণিজ্যিক এ পথেই মিলেছে প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতি। আর এসবের মেল বন্ধন যেন ঐতিহ্যবাহী এই এটলেস শিল্প। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিকে ভীষণ প্রভাবিত করার অদ্ভুত এক ক্ষমতার ধারক এই রেশম ঐতিহ্যগতভাবে চীনা সংস্কৃতির অংশ।

পেশায় সিনচিয়াং ইন্ডাস্ট্রি টেকনিক্যাল কলেজের শিক্ষক ছং ইংফেন একজন সৌখিন কস্টিউম ডিজাইনার। ২০১৪ সাল থেকে প্রতিবছরই আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহে এটলেস সিরিজের পোশাক ডিজাইন করে আসছেন তিনি। প্রথম দিকে মানুষ এই কাপড় সম্পর্কে তেমন কিছু না জানলেও পরবর্তীতে তার অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে ফ্যাশন সপ্তাহের মঞ্চে ওঠে এটলেস। আর এভাবেই শুরু হয় স্থানীয় ঐতিহ্যের বিশ্ব মঞ্চের পথে ঐতিহাসিক যাত্রা।

ছং ইংফেন বলেন, আমি মনে করি, এটি মানুষের সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ায় ও শিল্পকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে স্থানীয়দের জীবিকা উন্নয়নে সাহায্য করে। এই শিল্পের উন্নয়নে সরকার স্থানীয়দের ফেব্রিক তৈরিতে সাহায্য করছে। শুধু তাই নয় রেশম উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করছে। ২০১৪ সাল থেকে এই সিল্কের গবেষণা, উন্নয়ন ও প্রচারে সিনচিয়াং ইন্ডাস্ট্রি টেকনিক্যাল কলেজ কাজ করে যাচ্ছে। বিশেষ ফেব্রিকগুলো চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে একটি ডিজিটাল ডেটাবেস তৈরির কাজ শুরু করেছে এখানকার সদস্যরা।

সাক্ষাৎকার

বিশ্বের যেখানেই গিয়েছি একটি করে গাছ লাগিয়েছি- কাজী আসমা আজমেরী

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। বাংলাদেশের এক সাহসী নারী কাজী আসমা আজমেরী। তিনি বিশ্বের শতাধিক দেশে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে নিয়ে গিয়েছেন। আজ আমরা তার কাছ থেকে শুনবো বিশ্ব ভ্রমণের অসামান্য অভিজ্ঞতা। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

আসমা আজমেরী বলেন, তিনি ছোটবেলায় মায়ের কাছে বিভিন্ন দেশের গল্প শুনে ভ্রমণে উৎসাহিত হন। ২০০৯ সালে গ্র্যাজুয়েশনের পর তিনি দেশ ভ্রমণ শুরু করেন। পরিবার থেকে তাকে দেশভ্রমণের অনুমতির জন্য অনেক বাধা পার হতে হয়। তিনি এখন পর্যন্ত ১১৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি শোনালেন চীন ভ্রমণের মজার অভিজ্ঞতা। চীনে ডাম্পলিং এবং বেইজিং ডাক খেয়ে তার খুব ভালো লেগেছিল। তিনি বললেন চীনের মানুষ খুব আন্তরিক ও বন্ধুবৎসল।

আসমা আজমেরী যে দেশেই গিয়েছেন সেখানেই একটি করে গাছ লাগিয়েছেন। পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তিনি এটি করেন। তিনি বাংলাদেশের পতাকা বহন করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশে। তিনি বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে দেশভ্রমণ করার মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে চান বিশ্বের কাছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি রওয়ান হবেন তার লেবানন। সেটি হবে তার ১১৬তম দেশভ্রমণ।

গান

চীনের একজন বিখ্যাত শিল্পী থান ওয়েইওয়েই। তার জন্ম ১৯৮২ সালে সিচুয়ান প্রদেশে। তিনি সুপার গার্ল নামে একটি সংগীত প্রতিযোগিতায় কৃতিত্ব প্রদর্শন করে তুমুল জনপ্রিয়তা পান। এখন শুনবো থান ওয়েইওয়েইর কণ্ঠে একটি গান । গানটির শিরোনাম যদি আমরা আরেকবার জন্ম নেই।

প্রতিবেদন

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn