আকাশ ছুঁতে চাই ৪৭-China Radio International
বিশ্বের বিভিন্ন দেশের রূপকথা আর লোককাহিনীতে রয়েছে মারমেইড বা মৎসকন্যার কথা। কিন্তু চীনের ফুচিয়ানে দেখা মিলবে একজন সত্যিকারের মারমেইডের। শুনুন সেই গল্প
পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহর। এখানে ওশ্যান সায়েন্স পার্কে দর্শকরা ভিড় জমান মারমেইডের ক্রীড়াশৈলী পরিবেশনা দেখতে। পরিবেশনা করেন ইয়ো ইচিন নামে এক তরুণী। ইয়োর শো দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং ইন্টারনেটে তার ভিডিও ভাইরাল হয়েছে।
তবে তার কাজটি মোটেই সহজ নয়। ইয়ো একজন পেশাদার মৎস্যকন্যা । তিনি দক্ষ ডুবুরী। তবে ডুবুরী হওয়া আর মৎস্যকন্যার নাচ পরিবেশন করা এক কথা নয়। তিনি শিল্পীর একগ্রতা ও নৈপুণ্য নিয়ে জলের নিচে মৎস্যকন্যার নৃত্য পরিবেশন করেন। তার চারপাশে ঘুরে বেড়ায় জীবন্ত মাছের ঝাঁক।
ইয়ো আশা করেন তার পরিবেশনার মাধ্যমে তিনি দর্শকদের কাছে সমুদ্র ও মানুষের মধ্যে একটা সমন্বয় তুলে ধরতে পারবেন। সামুদ্রিক বিভিন্ন ক্রীড়ায় মানুষের আগ্রহও বাড়িয়ে তুলতে চান তিনি। সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার বিষয়টিও তিনি দর্শকদের বোঝাতে চান। চলতি বছরের শুরু থেকেই মৎস্যকন্যার ভূমিকায় পারফর্ম করছেন ইয়ো ইচিন।
গান
সুপ্রিয় শ্রোতা, এখন চীনা গান শোনার পালা। চীনের জনপ্রিয় শিল্পী থেরেসা থাং ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, অভিনেত্রী, সুরকার ও সমাজসেবী। এই শিল্পী ১৯৯৫ সালের ৮ মে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখন শুনবেন শিল্পী থেরাসা থাংয়ের কণ্ঠে চীনের জনপ্রিয় গান ‘চাঁদ আমার হৃদয়ের প্রতীক’।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারীদের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের পাশাপাশি নারী ও জলবায়ু পরিবর্তন শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, নারীরা জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী। তাই এর ঝুঁকি মোবাবেলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার নারীরা। শুধু বাস্তবায়ন নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও নারী সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই।
নিউইয়র্কে বিজয়ী বাংলাদেশের নারী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও সোমা সাঈদ কুইন্স। সম্প্রতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এই দুই নারী।