আকাশ ছুঁতে চাই ৪৩-China Radio International
সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। সাফল্য শুধু তরুণ বয়সে নয়, আসতে পারে প্রবীণ বয়সেও। একজন প্রবীণ নারী কিভাবে নিজের সংস্কৃতিকে ধারণ করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন শুনুন সেই গল্প।
হানফু গ্র্যান্ডমা
৭৭ বছর বয়সী লিউ ওয়েইসিউ সম্প্রতি চীনের নেটিজেনদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। ভক্তরা তার নাম দিয়েছেন হানফু গ্র্যান্ডমা। চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু পরা অবস্থায় তার ছবি তাকে সেলেব্রিটি বানিয়েছে। চায়না ইন্টারন্যাশনাল কার্টুন অ্যান্ড অ্যানিমেশন ফেস্টিভ্যালের ১৭তম আসরে অনেকের মনোযোগ কেড়ে নিয়েছেন তিনি। অবসর গ্রহণের আগে তিনি ছিলেন পিকিং অপেরার একজন শিল্পী। তখন তিনি শুধু মঞ্চের জন্য হানফু পরতেন। গত বছর আগস্টে তিনি হানফু পরা অবস্থায় তার একটি শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন। এই ভিডিও তাকে অনেক জনপ্রিয়তা এনে দেয়। ভিডিওটি বানাতে তাকে অনুপ্রাণিত করেছিলেন তারই এক শিক্ষার্র্থী। সেই শিক্ষার্থী স্মারক হিসেবে তার ভিডিওটি মোবাইলে ধারণ করে। এটি ইন্টারনেটে দেয়ার পর ভাইরাল হয়। এরপর একবছরে তিনি অনেক হানফু অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যেখানেই গেছেন সবাই তাকে গ্র্যান্ড মা বলে স্বাগত জানিয়েছে। হানফু কালচার যদিও সম্প্রতি তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কিন্তু তিনি মনে করেন, মধ্য বয়স্ক ও প্রবীণরাও এই ঐতিহ্যবাহী পোশাকটি পরে জাতীয় সংস্কৃতিকে নতুন করে জাগাতে সাহায্য করতে পারেন।
সুপ্রিয় শ্রোতা এখন শুনবেন চীনের একটি জনপ্রিয় গান। গানটির শিরোনাম ‘আমি তোমাকে অনেক মিস করি’।
শিশুদের নতুন জীবনের পথ দেখাচ্ছেন লিউ
বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সাইন ল্যাংগুয়েজের মাধ্যমে নতুন জীবনের পথ দেখাচ্ছেন শিক্ষক লিউ লিংলি। এই অসামান্য নারীর কথা রয়েছে বিশেষ প্রতিবেদনে।
লিউ লিংলি। তিনি এমন একজন শিক্ষক যিনি নতুন জগত খুলে দিয়েছেন শিশুদের জন্য। ছোট শিশু যারা কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না তাদের তিনি শেখাচ্ছেন সাইন ল্যাংগুয়েজ। বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই শিশুরা সাইন ল্যাংগুয়েজ শিখে অন্য দশজন শিশুর মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারছে। মাত্র ১৪ বছর বয়সে চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে স্পেশাল এডুকেশন বিষয়ে শিক্ষা নিয়েছেন লিউ।
শৈশবে তার একজন প্রিয় প্রতিবেশি ছিলেন যিনি ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। প্রতিবন্ধী সেই নারী শিশুদের প্রতি খুব সদয় হলেও তার প্রতিবন্ধিতার জন্য কোন কাজ পেতেন না। তার স্বামীও তার প্রতি নিষ্ঠুর ব্যবহার করতো। প্রতিবেশি এই নারীর প্রতি সহানুভূতি থেকে সাইন ল্যাংগুয়েজ শেখা শুরু করেন লিউ।
২০০৫ সালে লিউয়ের বয়স তখন ৩২ বছর একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সন্তানের প্রতিবন্ধিতা ধরা পরে মাত্র ৭ মাস বয়সে। স্বামী লিউকে ডিভোর্স দেন। ব্যক্তিগত এই কষ্টের সময়টা লিউ ধৈর্যে্র সঙ্গে অতিক্রম করেছেন। তার ছেলেকে বিশেষ চিকিৎসার মাধ্যমে কথা বলতে শিখিয়েছেন। ১৬ বছর বয়সী ছেলেটি এখন হাইস্কুলে পড়ছে এবং স্বাভাবিক জীবন যাপন করছে।
লিউ পরম মমতায় তার ক্লাসে সাত থেকে দশ বছর বয়সী শিশুদের সাইন ল্যাংগুয়েজ শেখান। যারা শুধু শ্রবণ প্রতিবন্ধী তাদের কথা বলতেও শেখান তিনি। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী পুরোপুরি স্বাভাবিক গতিতে কথা বলতে শিখেছেন। আর অসংখ্য শিশু ফিরে পেয়েছে জীবনের স্বচ্ছন্দ গতি। কমিউনিস্ট পার্টির একজন অনন্য সদস্য হিসেবে চলতি বছর জুনে সিপিসি সেন্টাল কমিটির সম্মাননাও পেয়েছেন লিউ লিংলি।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
চীনে নারী ও শিশুর উন্নয়নে অগ্রাধিকার নীতি প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
হানফু গ্র্যান্ড মা এবং শিশুদের নতুন জীবনের পথ দেখাচ্ছেন লিউ, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী