আকাশ ছুঁতে চাই ৩৮-China Radio International
বাংলাদেশের প্রান্তিক নারী: সংকট ও উত্তরণ
কী থাকছে এবারের পর্বে
১. রিপোর্ট: প্রান্তিক অবস্থানে নারী
২. সাক্ষাৎকার: উন্নয়ন কর্মী মাহমুদা শেলী
৩.মঞ্চের যমজ ফুল
৪.গান : আরজুগুল সেনডানের কণ্ঠে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’
৫. বাংলাদেশী নারী বিজ্ঞানী পেলেন ম্যাগসেসে পুরস্কার
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
আমাদের অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারী ও শিশুর সমস্যা, সম্ভাবনা, সংকট ও সাফল্য নিয়ে।
করোনা মহামারি শুরুর পর থেকেই নিম্ন আয়ের মানুষের জীবন চলার পথ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যেসব নারীকে উপার্জন করে সংসার চালাতে হয় তাদের যুদ্ধটা আরো কঠিন। বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতে উৎপাদন ব্যবস্থার একটি বড় অংশ জুড়ে রয়েছে শ্রমজীবী নারী। এমনই দুই শ্রমজীবী নারীর সঙ্গে কথা বলেছেন চীন আন্তর্জাতিক বেতারের প্রতিবেদক রওজায়ে জাবিদা ঐশী।
প্রান্তিক অবস্থানে নারী
শেফালী বেগম একজন ঝাল মুড়ি বিক্রেতা। স্বামী হারা শেফালী ছেলে মেয়েকে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। কোভিড -১৯ এর আগে একটা কারখানায় চাকরি করলেও করোনার থাবা থেকে রক্ষা হয়নি তার।
প্রান্তিক পর্যায়ের আরেক নারী পারভিন আক্তার। ফুটপাতে পানের ব্যবসা করে একা হাতে সাহসের সঙ্গেই সংসারের ঘানি টানছেন এ নারী।
প্রান্তিক পর্যায়ে তাদের মতো এমন বহু নারীই একা হাতে জীবনের কঠিন পথ পাড়ি দিচ্ছেন প্রতিনিয়ত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েই চলেছে। তবে শ্রমবাজারে নারীর একটা বড় অংশই অনানুষ্ঠানিক বা নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গত বছরের এক গবেষণায় বলা হয়, মোট দেশজ উৎপাদনে নারীর অবদান প্রায় ২০ শতাংশ। চলতি বছরে বিবিএসের সবশেষ জরিপ বলছে, অর্থনীতির বৃহত্তর তিনটি খাত কৃষি, শিল্প ও সেবায় প্রায় ২ কোটি নারী কাজ করছেন। তবে উৎপাদনব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়লেও নারী কর্মীদের সিংহভাগই শ্রমজীবী।
সাক্ষাৎকার
বাংলাদেশের প্রান্তিক নারী: সংকট ও উত্তরণে
বাংলাদেশের প্রান্তিক অবস্থানের নারীর সমস্যা ও সংকট উত্তরণের বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি উন্নয়ন ও মানবাধিকার কর্মী মাহমুদা শেলীর সঙ্গে। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কর্মরত একটি উন্নয়ন সংস্থার প্রধান হিসেবে টাঙ্গাইল জেলার প্রান্তিক অবস্থানের নারীর উন্নয়নে এবং তাদের মানবাধিকার অর্জনে ভূমিকা রাখছেন। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।