বাংলা

আকাশ ছুঁতে চাই ৩৫-China Radio International

criPublished: 2021-08-21 17:29:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের নারীরা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের পাশাপাশি তাদের মনমানসিকতারও পরিবর্তন হচ্ছে। বর্তমানের তরুণ প্রজন্ম স্বাধীন জীবন যাপনকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন। স্বাধীন জীবনযাপনকেই তরুণ প্রজন্ম বেশি উপভোগ করায় বিয়ের প্রতি তাদের উৎসাহ কমে যাচ্ছে। তারা অনেক ক্ষেত্রে বিয়েটাকে অতিরিক্ত দায়বদ্ধতা মনে করছেন। এমনকি স্বাধীনতা কমে যাওয়া্র শঙ্কা থেকেও তারা আগ্রহ হারাচ্ছেন।

মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্সের সবশেষ পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের পর থেকে বিয়ের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে। বিয়ের প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ কম। প্রেম এবং রোমান্সের প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকলেও, অনেক ক্ষেত্রেই তারা বিয়ে করতে অনাগ্রহ প্রকাশ করছে। এরমধ্যে মেয়েদের হারই বেশি। ২০২০ সালে ৮. ১৩ মিলিয়ন নারী বিয়ের পিঁড়িতে বসেছেন। ২০১৩ সালে যার সংখ্যা ছিল ১৩.৪৭ মিলিয়ন। এক দিকে বিয়ের হার যেমন কমছে অন্যদিকে বিবাহ বিচ্ছেদের হারও বৃদ্ধি পাচ্ছে। গেল বছর ৩ দশমিক ৭৩ মিলিয়ন দম্পতির উপর চালানো এক গবেষণায় এটি উঠে আসে। বেশিভাগ তরুণীরা প্রেমে উদ্বুদ্ধ হলেও বিয়েতে আগ্রহ দেখাচ্ছেন না।

স্টেট কাউন্সিল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রাক্তন অর্থনীতিবিদ রেন চিপিং -এর অধীনে একটি গবেষণা দলের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, মেয়েরা সাধারণত ২৫ থেকে ২৯বছর বয়সের মধ্যে বিয়ে করে। নিজেদেরকে আকর্ষণীয় করতে এবং সম্পদ বৃদ্ধি করতে কঠোর পরিশ্রম করে বলেও গবেষণায় উল্লেখ করা হয়।

সুপ্রিয় শ্রোতা এখন শুনবো শিল্পী জামিয়াং দোলমার কণ্ঠে একটি রোমান্টিক গান। এখানে প্লাম ব্লোজম বা প্লাম ফুল ফোটার কথা বলা হয়েছে।

খেলাধুলা, ক্রীড়া শৈলী, শরীরচর্চা চীনে খুব জনপ্রিয়। চীনের যুবসমাজ থেকে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদরা এসেছেন। নারী –পুরুষ নির্বিশেষে চীনের সমাজে ক্রীড়ার প্রতি আগ্রহ রয়েছে। এখন আমরা শুনবো হংকং লিজেন্ড ক্রীড়াবিদ সারাহ লির সম্পর্কে।

হংকং লিজেন্ড ক্রীড়াবিদ সারাহ লি

সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে চীনের ক্রীড়াবিদ সারাহ লি ওয়াই জে’র ব্রোঞ্জ পদক জয় হংকংবাসীকে আনন্দে উদ্বেল করেছে। কারণ সারাহ লিকে হংকংবাসী ‘সাইক্লিং গডেস’ নামে ডেকে থাকেন।

৩৪ বছর বয়সী সারাহ লি একজন কৃতী সাইকেল চালক। তিনি ২০১৩ ও ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। এশিয়ান গেমসে ২০১০, ২০১৪ এবং ২০১৮ সালের আসরে বিভিন্ন ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও উইমেন’স কেইরিন ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন।

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় চীনের ন্যাশনাল গেমসের আসরেও অংশগ্রহণ করবেন সারাহ লি।

১৯৮৭ সালের ১২ মে হংকংয়ে জন্মগ্রহণ করা লি একজন প্রফেশনাল ট্র্যাক সাইক্লিস্ট। ২০০৪ সালে তিনি একজন ফুলটাইম অ্যাথলিট হন।

শৈশব থেকেই বিভিন্ন ক্রীড়ায় পারদর্শিতা দেখিয়ে হংকংয়ের যুব সমাজে জনপ্রিয়তা পান লি। আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ক্রীড়াবিদ এই নারী সাইক্লিস্ট এখন চীনের তরুণ সাইকেল চালকদের মধ্যে বিশেষ করে নারী ক্রীড়াবিদদের মধ্যে অনুকরণীয় এক আইডল।

চীনের একটি ক্ষুদ্র জাতি হলো ইউগুর। এরা হলুদ উইগুর নামেও পরিচিত। উইগুর জাতির সঙ্গে ইউগুর জাতির ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। এই জাতির ঐতিহ্য রক্ষায় একজন নারী কিভাবে অবদান রাখছেন শুনুন সে বিষয়ে একটি প্রতিবেদন

ঐতিহ্য ধরে রাখছেন সংগ্রাহক সুইলিং

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn