আকাশ ছুঁতে চাই ৩৪-China Radio International
আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি সেইসব নারীর সঙ্গে যারা সাফল্যের আকাশ স্পর্শ করেছেন অথবা স্পর্শ করতে চান। আমাদের আজকের অতিথি নিবেদিতা দাস। তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিকাল এডুকেশন বিভাগের অ্যাসিসটেন্ট ডিরেক্টর। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে তিনি বাংলাদেশ দলের সাঁতারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
বাংলাদেশের কৃতী সাঁতারু নিবেদিতা দাস সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে বাংলাদেশ দলের সাঁতারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মনে করেন অলিম্পিকে সাফল্য পেতে হলে অনেক বছরের একটি সমন্বিত পরিকল্পনা গড়ে তুলতে হবে। প্রাথমিক স্কুল পর্যায় থেকেই ক্রীড়াবিদ তৈরির বিষয়টিকে মাথায় রাখতে হবে। বিশেষ প্রশিক্ষণ ও শরীর গঠনেরও বিষয় রয়েছে। তিনি নিজে কৃতী সাঁতারু। জীবনে বিভিন্ন পর্যায়ে সর্বমোট ৭৮টি পদক জয় করেছেন। তিনি জাতীয় পর্যায়ে একাধিক স্বর্ণ পদকজয়ী কৃতী সাঁতারু।