অলিম্পিকে বাংলাদেশী নারীদের অংশগ্রহণ-China Radio International
উক্ত অলিম্পিকে তিনি ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করেন এবং অষ্টম স্থান অর্জন করেন, যদিও তিনি পরের রাউন্ডে খেলার সুযোগ পান নি। মাত্র ১২.৫২ সেকেন্ডে নাজমুন নাহার ১০০ মিটার দুরত্ব অতিক্রম করেছিলেন।
২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদের একমাত্র নারী ছিলেন শারমিন রত্না। মাগুরা জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের এই শ্যুটার অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন। ৫৬ দেশের প্রতিযোগীদের মধ্যে তার অবস্থান ছিল ২৭তম ও পয়েন্ট লাভ করেন ৩৯৩। ২০২০ সালের চলতি অলিম্পিকে অংশ নিয়েছেন বাংলাদেশী তীরন্দাজ দিয়া সিদ্দিকি। ২০২১ সালের তীরন্দাজী বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দল বিভাগে রোমান সানার সাথে রৌপ্যপদক জয় করেছিলেন তিনি। লন্ডন প্রবাসী জুনায়না আহমেদ বাংলাদেশী সাঁতারু হিসেবে প্রথমবার অংশগ্রহন করেছেন অলিম্পিকে। ৩০ জুলাই তার ইভেন্ট শুরু হবে । ১৭ বছর বয়সী এই সাঁতারুও ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অনুষ্ঠিত ২০১৯ ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। কুবার্তিনের মূলমন্ত্র- ‘জয়লাভ নয়, অংশগ্রহণই বড় কথা’ বাণীকে শ্রদ্ধা জানিয়ে ১৯৯২ সাল থেকে বিশ্ব অলিম্পিকে অংশ গ্রহন করে যাচ্ছে বাংলাদেশের নারীরা।
হোসনে মোবারক সৌরভ