বাংলা

আকাশ ছুঁতে চাই ২৫-China Radio International

criPublished: 2021-06-10 18:51:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা ফ্যাশনে নতুন ট্রেন্ড হানফু

চীনের নারীরা যেমন দেশগঠনে ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছেন তেমনি তারা জাতীয় ঐতিহ্যকে ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।ফ্যাশনের নতুন ট্রেন্ড হলো হাজার বছরের পুরনো চীনা পোশাক হানফু।চীনের ফ্যাশন সচেতন নারীদের মধ্যে এখন দারুণ জনপ্রিয়তা পেয়েছে হানফু। হানফু চীনের ঐতিহ্যবাহী পোশাক। প্রায় তিন হাজার বছর ধরে এটি চীনের মানুষ ব্যবহার করছে। অথচ এর আগে নারীদের জন্য চীনের ঐতিহ্যবাহী পোশাক বলতে মনে হতো ছিপাও যার ইতিহাস মাত্র তিন-চারশ বছরের।

সম্প্রতি চীনের টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন ঐতিহাসিক, মিথভিত্তিক কস্টিউম ড্রামা খুব জনপ্রিয়তা পেয়েছে। আর চীনের নারীরাও নতুনভাবে আকৃষ্ট হয়েছেন ঐতিহ্যবাহী হানফুর প্রতি। হানফু যারা কিনছেন সেই যুব সম্প্রদায়ের ক্রয় ক্ষমতাও ইদানিং বৃদ্ধি পাওয়ায় এর বিক্রিও হচ্ছে দেদার। হানফু প্রস্ততকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে যাদের অনেকগুলোর মালিকানাও নারীর হাতে। দুই সন্তানের জননী ওয়ান ইউয়ে একজন ফ্যাশন সচেতন নারী।

তিনি বলেন, ‘আমার চারপাশের মানুষদের হানফু পরতে দেখে আমিও এর প্রতি আকৃষ্ট হই। এই পোশাকে যেমন রয়েছে আমার সংস্কৃতি ও ঐতিহ্যের স্পর্শ তেমনি এতে আমাকে সুন্দরও দেখায়।’ একটি জরিপে দেখা গেছে, ২০১৮ সালে হানফু ক্রেতার সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে। চলতি বছরের শেষে হানফু বিক্রির অর্থমূল্য হবে ১০.১৬ বিলিয়ন ইউয়ান। বিভিন্ন শহরে নারীদের উদ্যোগে গড়ে উঠছে হানফু ক্লাব। চীনের ফ্যাশনপ্রিয় নারীরা এভোবেই অবদান রাখছেন তাদের জাতীয় ঐতিহ্যের পুনর্জীবনে।

চীনের বিখ্যাত নারী: বিজ্ঞানী লি ফাংহুয়া

বিজ্ঞানী লি ফাংহুয়া

চীনের বিখ্যাত পদার্থবিদ এবং বিশ্বখ্যাত বিজ্ঞানী লি ফাংহুয়ার জন্ম ১৯৩২ সালে হংকংয়ে। তার পরিবারের পূর্বপ্রজন্মের বাসস্থান ছিল কুয়াংতুং প্রদেশে। তিনি শৈশব কাটিয়েছেন হংকং, বেইজিং এবং কুয়াংচৌতে। লি ফাংহুয়া তার মেধার জন্য বিশ্বব্যপী সমাদৃত হয়েছেন এবং তিনটি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা অধ্যয়ন করেছেন। সান ইয়াতসেন বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মেধার স্বাক্ষর রাখেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn