বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৯

CMGPublished: 2024-11-15 20:52:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উতপাদনের আধুনিকীকরণে ফাইভ-জির ভূমিকা আরও বাড়বে বলে আশা গবেষকদের।

কন্ঠ || রওজায়ে জাবেদা ঐশী

প্রতিবেদন || শাহানশাহ রাসেল

Ø সম্প্রতি শেষ হওয়া চীন আন্তর্জাতিক আমদানি মেলার আউটকাম বা ফলাফল

বিশ্বের প্রথম আন্তর্জাতিক পর্যায়ের এক্সপো মেলা চীন আন্তর্জাতিক আমদানি মেলা। সম্প্রতি চীনের শাংহাই মিউনিসিপালটির ন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এই মেলার সপ্তম আসর। প্রতিবারের মতো নতুন প্রযুক্তির নানা পণ্যের জমকালো প্রদর্শনী দেখা যায় এবারের মেলায়।

‘নতুন যুগ, অভিন্ন ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এবারের মেলা উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলো ভুচেভিকের মতো বিভিন্ন দেশের নেতারাও অংশ নেন।

৪ লাখ ২০ হাজার বর্গমিটারেরও বেশি প্রদর্শনী অঞ্চল নিয়ে চলে এবারের মেলা। যেখানে অংশ নেয় ১২৯টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩ হাজার ৫০০ কোম্পানি। এর মধ্যে বিশ্বের সেরা ৫০০ শিল্পপ্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি রয়েছে। তাছাড়া টানা ৭ বছর ধরে এ মেলায় অংশগ্রহণ করেছে এমন ১৮৬টি শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা অংশগ্রহণ করে ।

মেলায় ১২৯টি দেশের ৪০০টিরও বেশি নতুন পণ্য, প্রযুক্তি ও পরিষেবা প্রদর্শিত হয়েছে। পাশাপাশি মেলায় প্রদর্শিত হয় চীনের সর্বশেষ প্রযুক্তি। এর মধ্যে রয়েছে ছাংএ্য-৬ চন্দ্র প্রোব, গভীর সমুদ্রের মানুষ বহনকারী সাবমারসিবল যান, হিউম্যানয়েড রোবট এবং বিশেষ স্মার্টফোন।

ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস এবং শিল্প রোবটের দেখা মেলে এবারের মেলায়। এই আমদানি মেলায় প্রথম ব্রেইন পেসমেকার নিয়ে আসে বিশ্বের অন্যতম বৃহত্তম মেডিকেল ডিভাইস কোম্পানি মেডট্রোনিক। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ব্রেইন পেসমেকার বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের সাহায্য করে থাকে।

মেডট্রোনিক কোম্পানির সিনিয়র ডিরেক্টর চন চিয়ানরং বলেন, "আমাদের মস্তিষ্ক এবং স্নায়ু ব্যবস্থা একটি বিশাল মহাবিশ্বের মতো, এবং বুদ্ধিমান সংবেদনশীলতা মস্তিষ্কে রোগ সম্পর্কিত সঙ্কেতগুলি সনাক্ত ও ক্যাপচার করতে পারে। উদাহরণস্বরূপ, মৃগী এবং অনেক স্নায়ুবিজ্ঞান সম্পর্কিত রোগগুলো সঙ্কেতের মাধ্যমে অনুসন্ধান করে চিকিৎসা করা সম্ভব।”

এছাড়া দেখা মেলে বিভিন্ন আধুনিকপ্রযুক্তির চিকিৎসা সেবাদানকারী রোবটেরও।

এবারের মেলায় ৮৯ হাজার বর্গমিটার জায়গাজুড়ে প্রদর্শিত হয় বিশ্বের প্রযুক্তিনির্ভর কৃষি পণ্য। এবার বেশি দৃষ্টি কাড়ে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের লবণাক্ত-ক্ষারযুক্ত জমির মাটির নমুনা ।

এবারের আমদানি মেলায় প্রথম দিনেই প্রথম প্রথম ৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছিল। আর শেষদিন পর্যন্ত ৮০.০১ বিলিয়ন ডলারের রেকর্ড পণ্য ও পরিষেবা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে।

সিআইআইই-এর পুরাতন বন্ধু বাংলাদেশ। তাইতো গেল কয়েকবারের মতো এবারও মেলায় অংশ নেয় বাংলাদেশ। পাশাপাশি এবারের মেলায় বিশ্বের ৩৭টি স্বল্প উন্নত দেশের জন্য ১২৮টি বিনামূল্যে বুথ এবং অন্যান্য সহায়তা ব্যবস্থা প্রদান করে মেলা কর্তৃপক্ষ।

শাংহাই আমদানি মেলায় শুধু পণ্য ও পরিষেবার বিনিময় হয় তা নয়, সংস্কৃতি ও চেতনার বিনিময়ও ঘটে। ২০১৮ সালে চালু হওয়া সিআইআইই হলো বিশ্বের প্রথম আমদানি-ভিত্তিক জাতীয় পর্যায়ের এক্সপো।

প্রতিবেদন || আফরিন মিম

সম্পাদনা || ফয়সল আব্দুল্লাহ

Ø বছরে ১ কোটি এনইভি গাড়ি তৈরিতে বিশ্বের প্রথম দেশ এখন চীন

চীন প্রথম বারের মত বছরে ১ কোটি এনইভি বা নতুন জ্বালানির গাড়ি নির্মাণের ক্লাবে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে দেশটির গাড়ি তৈরির সংস্থা চায়না এসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-সিএএএম এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীন বছরে এক কোটি ইউনিটের বেশি এনইভি গাড়ি তৈরির মাইলফলক অর্জন করল।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn