বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ৩৪

CMGPublished: 2024-10-11 23:24:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৬ অক্টোবর রোববার দেশব্যাপী ট্রেনযাত্রীর সংখ্যা ছিল ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার।

এবারের জাতীয় দিবসে চাঙ্গা ছিল অভ্যন্তরিন পর্যটন খাত। চীনের মূল ভূখণ্ড থেকে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ভ্রমণ করেছে ৯ লাখ ৮০ হাজার পর্যটক, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। রোববার হংকং প্রশাসনের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।

শুধু তাই নয়, এই ছুটিতে ১ থেকে ৫ অক্টোবর চীনের বিভিন্ন পার্কে ভ্রমণ করেছে ১২১ মিলিয়ন দর্শনার্থী। রোববার দেশটির আবাসন ও নগর পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। ফলে এই গোল্ডেন উইকে বাণিজ্য খাতে চীনের অর্থৈনৈতিক সূচক উর্ধমুখী ছিল।

প্রতিবেদন: শাহানশাহ রাসেল

কন্ঠ: রওজায়ে জাবেদা ঐশী

 চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগ কাজে লাগাতে যা যা করতে হবে: সাক্ষাৎকার

স্বল্পোন্নত দেশ হিসেবে শতভাগ পণ্যে রপ্তানি সুবিধা দিয়েছে চীন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন। বাংলাদেশ শুল্কমুক্তপণ্যের দারুণ এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে কমবে বাণিজ্য ঘাটতি। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পুরোপুরি কাজে লাগাতে যা যা করতে হবে

এনিয়ে নিয়ে চায়না আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।

তিনি জানান, বাংলাদেশে শ্রমমূল্য হওয়ার কারণে এদেশ থেকে উৎপাদিত পণ্য কমদামে চীনের বাজারে বিক্রি করার সম্ভব। বাজার তৈরি করতে দুপক্ষের সহযোগিতায় চীনের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা যেতে পারে। বাংলাদেশে যা উৎপাদন নিয়ে এ নিয়ে সঠিক পরিকল্পনা করলে চীনের কম এক বিলিয়ন ডলারের বেশি রপ্তানীর সুযোগ আছে।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn