বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ৩৪

CMGPublished: 2024-10-11 23:24:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

 সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটিতে চীনের অর্থনীতি হয়েছে বেশ চাঙ্গা

জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটিতে চীনের অর্থনীতি হয়েছে বেশ চাঙ্গা। দেশটির পর্যটন, পরিবহন ও বিনোদনসহ বিভিন্ন খাতে প্রশংসনীয় আয় বেড়েছে।

এই ছুটিতে চীনের বিনোদনপ্রেমী মানুষের চলে সিনেমা দেখার ধুম। চীনা চলচ্চিত্র প্রশাসনের তথ্যসূত্রে জানা গেছে সাত দিনে বক্স অফিসে আয় হয়েছে প্রায় ৩০ কোটি ডলার।

সায়েন্স ফিকশন, সামাজিক অপরাধবিরোধী, দেশপ্রেম ও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির পটভূমির সিনেমাগুলোই ছিল জনপ্রিয়তার শীর্ষে।

চীনের নামকরা পরিচালক ছেন খাইকের সর্বশেষ সিনেমা ‘দ্য ভলান্টিয়ার্স: দ্য ব্যাটল অফ লাইফ অ্যান্ড ডেথ’ প্রায় সাড়ে ১১ কোটি ডলার আয় করে তালিকার শীর্ষে আছে। ক্রাইম ড্রামা ‘টাইগার উলফ রবিট’ আয় করে ৫ কোটি ১০ লাখ ডলার । থ্রিলার সিনেমা ‘দ্যা সেভেন হ্যানড্রেড ফোরটিনাইন ব্যুরো’ আয় করে ৫ কোটি ৪ লাখ ডলার। এছাড়া বক্স অফিসে ভালো করেছে ‘হাই ফোর্সেস’ এবং জ্যাকি চ্যানের অ্যাকশন-কমেডি ‘পান্ডা প্ল্যান’।

এদিকে, ছুটিতে চীনের অনেক শহরে বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। দেশেরটির আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ খবর জানায়।

ছুটির সাত দিনে বেইজিংয়ে বাড়ি কেনার জন্য আগ্রহী দর্শনার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে বেশি ছিল। পুরনো বাড়ি কেনার জন্য আগ্রহীদের আনাগোনা ছিল গতবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এদিকে ছুটির সময়ে দেশটি পরিবহন খাত অর্থনৈতিক শক্তিশালি হয়েছে। জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটির শেষ দিন সোমবার সকাল ৯টা পর্যন্ত মোট ১৬ কোটি ৪০ লাখ ট্রেন টিকিট বিক্রি হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn