বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ৩৩

CMGPublished: 2024-10-04 10:00:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৈদ্যুতিক ত্বকটির প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ১০০টি সেন্সিং পয়েন্ট রয়েছে। এগুলোর সাড়া দিতে সময় লাগে মাত্র ১ মিলিসেকেন্ড। রিয়েল টাইমে এ সময়ের পার্থক্য ধরা পড়ে না।

এক দশকেরও বেশি আগে, চীনে স্থানীয়ভাবে উৎপাদিত সেন্সরগুলো আকারে বড় ছিল। অতটা নিখুঁত কাজ করতো না এগুলো। বিনিয়োগ ও প্রযুক্তিতে অগ্রগতির কারণে চেংচৌয়ের কোম্পানিগুলো ছোট আকারের সেন্সর তৈরির সক্ষমতা অর্জন করেছে। এখন একটি চালের দানার সমান সেন্সরের ভেতরই দুই ধরনের ফাংশন একীভূত করা যাচ্ছে।

চেংচৌর তৈরি সেন্সরের ব্যবহার ইতোমধ্যে দৈনন্দিন বস্তুসামগ্রীর সীমারেখা ছাড়িয়ে উৎপাদন শিল্প, যন্ত্রপাতি, উড়োজাহাজ, মহাকাশ গবেষণা, গাড়ি, ওষুধ এবং রোবোটিক্সেও পৌঁছেছে।

চেংচৌয়ের কাউন্টি-স্তরের শহর তেংফেংয়ে আছে হুইছুইশান উইন্ড ফার্ম। উন্নত সেন্সরের কারণে প্রতিটি বায়ুকল ঘণ্টায় প্রায় ২ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।

চেংচৌ চোংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট অ্যান্ড সিস্টেমের, সহকারী পরিচালক ফাং সিন বলেন,

‘এটি হলো লেজার উইন্ড ডিটেকশন রাডার। আমরা এটি তৈরি করেছি। এর সেন্সর প্রচলিত বায়ু পরিমাপকের চেয়ে বেশি সময়োপযোগী ও দক্ষ। এটি বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা ৩ থেকে ৫ শতাংশে উন্নীত করতে পারে। এতে প্রতিটি উইন্ড টারবাইন ১০ লাখ ইউয়ান সাশ্রয় করবে। এখন আমরা বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর সঙ্গে যৌথ উন্নয়ন পরিচালনা করছি, যাতে এমন আরও সেন্সর তৈরি করে চাহিদা পূরণ করা যায়।’

হ্যনানের বুদ্ধিমান সেন্সর শিল্পে মূল চারটি বিষয়ের ওপর ফোকাস করা হয়েছে। এতে আছে গবেষণা ও উন্নয়ন, প্রক্রিয়াকরণ ও উৎপাদন, প্যাকেজিং পরীক্ষা, উপাদান এবং সরঞ্জাম। আবার গ্যাস সেন্সরের বাজারটাও এখানে ভালো। আর তাই মাইক্রো ন্যানো ফটোইলেক্ট্রন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় ২০০ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ পেয়েছে চেংচৌয়ের মোচি ল্যাবরেটরির।

২০১৯ সালে প্রোগ্রাম ফর চায়না ইন্টেলিজেন্ট সেন্সর ভ্যালি আত্মপ্রকাশ করে, যার লক্ষ্য ছিল শহরের সেন্সর শিল্পের আরও বিকাশ ঘটানো। প্রকল্পটির নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।

প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

সম্পাদনা: শাহানশাহ রাসেল

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn