বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ৩৩

CMGPublished: 2024-10-04 10:00:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪৯ বছর নিয়ে থাকছে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকার

আজ ৪ অক্টোবর। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। দীর্ঘ এই কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে চায়না আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত আলাপচারিতায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন

বাংলাদেশে জনমতের উপর দুইবার জরিপে দেখা গেছে, এদেশের জনগণের একটা বড় অংশ চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক ধারণা পোষণ করেন।

বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক খাতে চীনের বিনিয়োগের বড় সুযোগ ও সম্ভাবনার সুযোগ আছে বলে তিনি মনে করেন।

Ø চীনের হ্যনানে সেন্সর প্রযুক্তি শিল্প বদলে দিয়েছে একটি শহরের অর্থনীতির চিত্র

হ্যনানের প্রাদেশিক রাজধানী চেংচৌ। হাই-টেক পণ্য তৈরির সুবাদে ক্রমশ উচ্চমানের অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে শহরটি। আর প্রযুক্তিপণ্যের প্রাণকেন্দ্রে থাকে যে সেন্সর, সেই সেন্সর তৈরিতেই শহরটি দেখিয়েছে অনবদ্য কৃতিত্ব। গত তিন বছরে চেংচৌতে সেন্সর নির্মাতা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজারে।

সম্প্রতি চেংচৌয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সেন্সর গবেষণাগার দেখতে গিয়েছিলেন চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির এক সংবাদকর্মী। সেখানে তিনি দেখেন আধুনিক সেন্সরের সমন্বয়ে তৈরি বিশেষ বৈদ্যুতিক ত্বক। পাতলা ফিল্মের তৈরি হাতমোজার মতো বস্তুটি হাতের সামান্যতম স্পর্শও শনাক্ত করতে পারে এবং চাপের সূক্ষ্ম পার্থক্যও পরিমাপ করতে পারে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn