‘বিজনেস টাইম’ পর্ব- ৩০
ওয়েস্ট চায়না পাইটেকের লজিক্যাল ফিচার টিমের প্রধান চাং থাইলুয়ের মতে, থ্রিডি প্রিন্টারে তৈরি কন্ট্রোল স্টিক কতটা সক্রিয় হবে তা রোগীর ইচ্ছার ওপর নির্ভর করে সমন্বয় করা যাবে।
ওয়েস্ট চায়না পাইটেকের লজিক্যাল ফিচার টিমের প্রধান চাং থাইলুয়ে জানান
‘বৃদ্ধাশ্রম ও বাড়িতে থেকে বৃদ্ধদের জন্য আমরা সরঞ্জামগুলো তৈরি করছি। বয়স্করা উপরতলা থেকে নিচে নামলেই আমাদের যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারছেন। এগুলো ব্যবহার করতে বড়জোর] কয়েক মিনিট লাগবে।’
এ পদ্ধতিতে রোগীর চাহিদা ও মাপমতো যন্ত্র তৈরি করা যায় বলে, ব্যক্তিগত পর্যায়েও বাড়ছে থ্রিডি প্রিন্টারের চাহিদা। আর এতে করে নতুন এক থ্রিডি প্রিন্টিং বাণিজ্যের হাতছানি দেখা যাচ্ছে চীনে।
।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ
।। কন্ঠ : আফরিন মিম
।। সম্পাদনা: শাহানশাহ রাসেল
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী