বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩০

CMGPublished: 2024-09-13 15:53:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø চীন ও বাংলাদেশ কুটনৈতিক সর্ম্পকের ৫০ বছরে প্রাপ্তি ও সম্ভাবনা

চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪৯ বছর পেরিয়ে ৫০ হতে চলেছে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও বাণিজ্যে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দেশের বড় বড় প্রকল্পগুলোতে চীনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা রয়েছে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চীন-বাংলাদেশ সম্পর্কের গতি

প্রকৃতি নিয়ে কথা বলেছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী।

Ø চীনে চিকিৎসা বিজ্ঞানকে আরো একধাপ এগিয়ে দিয়েছে থ্রি ডি প্রিন্টার

আঘাতপ্রাপ্ত রোগীদের চিকিৎসার জন্য তৈরি করতে হয় প্লাস্টার কাস্ট। রোগীর ধরন ও শরীরের কাঠামো অনুযায়ী অনেক সময় মাপমতো পাওয়া যায় না এই কাস্ট। এ সমস্যার সমাধান দেখিয়েছে চীনের তৈরি থ্রিডি প্রিন্টার।

থ্রিডি হাইস্পিড প্রিন্টিং সিস্টেমটি তৈরি করেছে ছেংতুর ওয়েস্ট চায়না পাইটেক কোম্পানি। প্রিন্টারটি থেকে তৈরি করা যাচ্ছে প্লাস্টার কাস্টসহ নানা ধরনের মেডিক্যাল সরঞ্জাম। আর এ প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে চীনের ১৬টি প্রদেশ ও অঞ্চলে।

ওয়েস্ট চায়না পাইটেকের জেনারেল ম্যানেজার সুন মিয়াও বলেন,

‘আগের মেশিনগুলো এ ধরনের প্রিন্ট করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় নেয়। কিন্তু আমাদের মেশিনে এ সময় কমিয়ে এনেছে। এটি রোগীদের বেশ ভালো ও দ্রুত চিকিৎসা দিতে পারছে।’

থ্রিডি প্রিন্টিংয়ের পাশাপাশি, কোম্পানিটি চিকিৎসা পুনর্বাসনেও অগ্রণী ভূমিকা রাখছে। তাদের প্রিন্ট করা পণ্যগুলোর মধ্যে আছে কন্ট্রোলার স্টিকসহ একটি রোবোটিক ডিভাইস যা সব দিকে নাড়ানো যায়। এতে রোগীরা চীনের ঐতিহ্যবাহী মাহজং ও টাইল খেলা খেলতে পারছে সহজে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn