বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ২৭

CMGPublished: 2024-08-23 19:07:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গাড়ির উদ্যোক্তারা জানালেন, এ কর্মসূচির লক্ষ্য হলো চীনের রাস্তা থেকে পুরনো জ্বালানির যানবাহন সরিয়ে কার্বন নির্গমন কমানো।

চীন টানা ৯ বছর ধরে বিশ্বের বৃহত্তম এনইভি উৎপাদনকারী ও বিক্রেতা। ২০৩৫ সালের মধ্যে অর্থনীতিকে পরিবেশবান্ধব করতে সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে বৈদ্যুতিক যানবাহনকে মূলধারায় নিয়ে আসা।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ

§ বৈশ্বিক পরিস্থিতির কারণে চীনের মতো পরিবেশ বান্ধব শিল্প গড়তে বাংলাদেশের সীমাবদ্ধতাগুলো sকিভাবে দূর করা যায়: সাক্ষাৎকার

টেকশয় উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনের জন্য বাংলাদেশে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠা করতে জরুরী ভাবে নীতিমালা সংস্কার প্রয়োজন। এইজন্য চীন যে পদ্ধতি অবলম্বন করছে তা অনুসরণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।

§ বিশ্বের জাহাজ নির্মাণের ৭০ ভাগ অর্ডার যাচ্ছে চীনে

সম্প্রতি শাংহাইয়ের ছাংসিং দ্বীপে, ৩৩৬ মিটার লম্বা, ৫১ মিটার চওড়া এবং ২৬.৮ মিটার উঁচু একটি বিশাল কন্টেইনার জাহাজ ডেলিভারির জন্য সেট করা হয়েছে, যা ডেকটি তিনটি ফুটবল মাঠের সমান।

এলএনজি বা তরল জ্বালানি বহনকারী জাহাজটি এই বছর শাংহাইয়ের হুতোং চংহুয়া শিপবিল্ডিং প্রতিষ্ঠানের তৈরি করা ষষ্ঠ জাহাজ। এ বছরের দ্বিতীয়ার্ধে আরও দুটি কন্টেইনার জাহাজ বানাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn