‘বিজনেস টাইম’ পর্ব- ২৭
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
§ পুরনো গাড়ি বদলে বৈদ্যুতিক গাড়ি কিনতে দ্বিগুণ ভর্তুকি দিচ্ছে চীন
ভোক্তারা নেতুন গাড়ি কিনতে গেলে পুরাতন গাড়ির বদলে ২০ হাজার ইউয়ান পর্যন্ত ভর্তুকি পাবেন। নতুন গ্যাস চালিত গাড়ির ক্ষেত্রে এ ভর্তুকি ৭ হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ১৫ হাজার ইউয়ান করা হয়েছে।
অটোমোবাইল উৎপাদক অ্যাসোসিয়েশনের উপ প্রধান প্রকৌশলী সু হাইতোং জানালেন, বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়াতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য চীন সরকার ভর্তুকি বাবদ প্রায় ১৫০ বিলিয়ন ইউয়ানের একটি তহবিলও গঠন করেছে।
অন্যদিকে, বিদেশি ও যৌথ-উদ্যোগের নির্মাতারাও তাদের নিজেদের মতো করে গাড়ি বদলের প্রস্তাব দিচ্ছেন। বিএমডাব্লিউ ব্রিলিয়ান্স তাদের ১২টি জ্বালানি মডেল এবং ৭টি বৈদ্যুতিক মডেলের ক্ষেত্রে এই ট্রেড-ইন পদ্ধতি চালু করেছে।