‘বিজনেস টাইম’পর্ব- ২৫
গ্যালাকটিক এনার্জি বেইজিং স্পেস টেকনোলজির সহ-প্রতিষ্ঠাতা সিয়া তোংখুন বলেন,
‘আমরা স্পষ্টই অনুভব করতে পারি যে, চীন সরকার এ খাতকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সম্প্রতি আমরা এই শিল্পে অনেক ইতিবাচক পরিবর্তন দেখেছি। কিছু জাতীয় নীতি ও নথির প্রবর্তন হয়েছে এবং নতুন মানের উৎপাদনশীল উন্নয়নের উদ্যোগগুলো এ শিল্পে নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে।’
বেসরকারি মহাকাশ গবেষণা খাতে এখন বাড়ছে ব্যক্তিখাতের বিনিয়োগ। এ খাতে বিনিয়োগ থেকে ফল পাওয়াটা দীর্ঘমেয়াদি, আবার কঠিন সব প্রযুক্তির ব্যবহার আছে এতে। তা সত্ত্বেও চীনের মহাকাশ গবেষণায় এখন বিনিয়োগ করতে ইচ্ছুক অনেক আর্থিক সংস্থা। এমনকি অন্যান্য শিল্পের তুলনায় চীনের বেসরকারি মহাকাশ খাতে বিনিয়োগ, সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছুটা বেড়েছেও।
।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ
।। সম্পাদনা: শাহানশাহ রাসেল
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী