‘বিজনেস টাইম’পর্ব- ২৫
গত কয়েক দশকে চীনের মহাকাশ অভিযানগুলো নিয়ে পর্যালোচনা করেছেন ‘টু বম্বস, ওয়ান স্যাটেলাইট’ শীর্ষক হিস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের সিনিয়র গবেষণা ফেলো চাং ইউমিন।
টু বম্বস ওয়ান স্যাটেলাইট হিস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো চাং ইউমিন বলেন,
‘আমি মনে করি বেসরকারি বাণিজ্যিক মহাকাশ গবেষণা ইতোমধ্যে প্রভাব রাখার মতো শক্তিশালী হয়ে উঠেছে। ১৯৭০ সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে ২০২৩ সালের শেষ পর্যন্ত, ৫৪ বছরে চীন থেকে মোট ৫৭৪টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কম উৎক্ষেপণ করা হলেও পরে তা বাড়তে থাকে। শুধু গত বছরেই আমরা ৬৭টি উৎক্ষেপণের মাধ্যমে ২২১টি মহাকাশযান কক্ষপথে পাঠিয়েছি, যা একটি রেকর্ড।’
এর মধ্যে বেসরকারি মহাকাশ কোম্পানির অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য পরিমাণে।
টু বম্বস ওয়ান স্যাটেলাইট হিস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো চাং ইউমিন জানান,
‘গতবছরের ৬৭টি অভিযানে বেসরকারি মহাকাশ কোম্পানি ছিল ২৬টি। ওই ২৬টির মধ্যে ১৩টি উৎক্ষেপণ হয়েছিল পুরোপুরি বেসরকারি রকেট কোম্পানির মাধ্যমে। এটা প্রশংসা করার মতো একটি অর্জন।’
চীনে, সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স গত বছর বাণিজ্যিক মহাকাশ শিল্পের মতো কৌশলগত শিল্পকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং এই বছরের সরকারি কর্মপ্রতিবেদনেও বাণিজ্যিক মহাকাশ শিল্পকে একটি নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।
গ্যালাকটিক এনার্জি বেইজিং স্পেস টেকনোলজি কোং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সিয়া তোংখুন বলেছেন, এ খাতের অগ্রগতির জন্য তিনি এবং এই শিল্পের আরও অনেকেই শক্তিশালী নীতি সমর্থনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।