বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ২৩

CMGPublished: 2024-07-26 17:03:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কাপরের উজ্জ্বল রং, সুন্দর নিদর্শন আর নরম জমিন বৈশিষ্ট্যর কারনে অ্যাটলাস সিল্ক এখানে আসা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

"সিল্কের রং করা, বুনন এবং স্পিনিং সবই আমরা করে থাকি। এখন জুলাই মাস। আমরা আশা করছি আগস্টে আরও বেশি পর্যটক আসবে। অতীতে, খুব কম পর্যটকই হোতানে ভ্রমণ করতেন কারণ সেখানে তেমন কোন আকর্ষণ ছিল না। ইয়োটকান সাংস্কৃতিক দর্শনীয় স্থান, পুরানো শহর তুয়ানচেং, হোতানের রাতের বাজার এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হওয়াতে আমরা খুব গর্বিত।" রোজাতোয়াত আবদুখালিক নামে একজন দোকানের মালিক এরকমই জানালেন।

একজন স্থানিয় জানান তিনি এখন মাসে প্রায় ৭ থেকে ৮ হাজার ইউয়ান উপার্জন করেন।

দীর্ঘদিনের হারিয়ে যাওয়া প্রাচীন হতানকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে, স্থানীয় কর্তৃপক্ষ এই স্থানটিকে একটি অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে তুলেছে যা সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য এবং অবসরকে এক করে, বছরে গড়ে প্রায় আট লাখ দর্শক আকর্ষণ করছে।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। সম্পাদনা: sফয়সল আব্দুল্লাহ

Ø চীনের নতুন জ্বালানিতে নেতৃত্ব দিচ্ছে ছিংহাই

চীনের ছিংহাই প্রদেশের সিনিং শহরে আছে পাঁচ কিলোমিটার লম্বা একটি বিশেষ সড়ক। এই রাস্তাজুড়ে আছে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নানা ধরনের পণ্যনির্মাতাদের কারখানা। পলিসিলিকন, সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারির কারখানার পাশাপাশি এখানে আছে গবেষণা ও উন্নয়নের কেন্দ্র।

এ অঞ্চলটিতে স্থানীয় প্রশাসন এমনভাবে একটি পরিবেশবান্ধব সরবরাহ চেইন তৈরি করেছে, যাতে করে কোনো প্রতিষ্ঠান চাইলে রাস্তা পার হয়েই, হাতে পাবে যাবতীয় কাঁচামাল।

পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপকরণটি হলো ফোটোভোলটাইক সেল। আর এই পিভি তৈরির কাঁচামাল হলো সিলিকন। আর পলিসিলিকন থেকে শুরু করে ফটোভোলটাইক মডিউল ও সোলার প্যানেলের যাবতীয় উপকরণ পাওয়া যাবে এই এক সড়কেই।

পলিসিলিকন কোম্পানির সিইও চাং লি বলেন,

‘এখানে আমরা আমাদের উৎপাদন ও পরিচালনার ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। এখানে একটি সম্পূর্ণ শিল্প চেইন রয়েছে, যার ফলে আমরা দক্ষতার সঙ্গে ভোক্তাবাজারের সঙ্গে সংযোগ করতে পারব।’

মাত্র পাঁচ বছর আগেও যা ছিল পতিত জমি এখন সেখানে চলছে কারখানা। পুরোপুরি কাজে লাগানো হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ।

সিনিং ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনের উপপরিচালক ওয়াং চোংয় বলেন,

‘এ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের কিছু অফিস, ক্লায়েন্ট এবং এ সংক্রান্ত আরও কিছু উদ্যোগ নিয়ে আসবে।’

সিনিংয়ে প্রথম দিকে কিছু সমস্যার মুখে পড়েছিল পিভি ও লিথিয়াম ব্যাটারি কোম্পানিগুলো। গবেষণা ও উন্নয়নকর্মীদের সঙ্গে ভোক্তাবাজারের যোগাযোগ ছিল কম। পরে সেখানকার পণ্য নির্মাতারা এ ঘাটতি দূর করেন।

সিনিং প্রশাসন ২০২৩ সালে এই সড়কে একটি সরকারি গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম স্থাপন করেছে, যাতে বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ গ্রিন ইলেক্ট্রিসিটি অ্যাপ্লিকেশানের সম্প্রসারণকে সমর্থন করার জন্য এবং পিভি এবং লিথিয়াম ব্যাটারি সেক্টরে উদ্ভাবনের জন্য তহবিল স্থাপনের ব্যবস্থাও নিয়েছে।

সিনিং কম্প্রিহেনসিভ বন্ডেড জোন থেকে এখন মালবাহী ট্রেন এবং সমুদ্র পরিবহন রুটে রপ্তানি হচ্ছে ফটোভোলটাইক মডিউল এবং লিথিয়াম ব্যাটারিসহ বিপুল পরিমাণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন পণ্য।

২০২৩ সালে ছিংহাইয়ের সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারির রপ্তানি বছরে যথাক্রমে দ্বিগুণ ও সাড়ে তিনগুণেরও বেশি বেড়েছে।

।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

।। সম্পাদনা: শাহানশাহ রাসেল

Ø নুবিয়া টেক বাজারে আনলো ২টি নতুন এআই- হ্যান্ডসেট

Ø

চীনা স্মার্টফোন নির্মাতা নুবিয়া টেকনোলজি দুটি নতুন এআই স্মার্টফোন বাজারে এনেছে। কোম্পানির লক্ষ্য প্রতিযোগিতার এই বাজারে নিজেদের একটি বড় জায়গা করে নেওয়া।

নুবিয়ার সর্বাধুনিক ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট জেড ৬০ আল্ট্রা লিডিং ভার্সনে বড় মডেলের এআই যুক্ত করা হয়েছে যেখানে থাকছে সর্বাধুনিক ফটোগ্রাফি ক্ষমতাসহ ফোন কলের দ্বিমুখী রিয়েল-টাইম ব্যাখ্যা এবং বুদ্ধিমান ভয়েস এসিসটেন্ট ফিচারও রাখা হয়েছে।

নুবিয়ার জেড ৬০ প্রো স্মার্টফোনটিতেও ছবি প্রযুক্তির মতো উন্নত এআই বৈশিষ্ট্য রাখা হয়েছে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn