বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ২৩

CMGPublished: 2024-07-26 17:03:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø নুবিয়া টেক বাজারে আনলো ২টি নতুন এআই- হ্যান্ডসেট

Ø মনোমুগ্ধকর পর্যটন ও স্থানীয় সমৃদ্ধ সংস্কৃতির শহর চীনের হোতান এখন জমজমাট

হোতান । এটি উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের একটি শহর।

চলতি বছরের প্রথমার্ধে প্রায় ১ কোটি ৯ লাখ পর্যটক এসেছে,যা গত বছরের তুলনায় ২৯ দশমিক আট নয় ভাগ বেশি। আয় ছাড়িয়েছে ৭ দশমিক দুই এক বিলিয়ন ইউয়ান।

শত বছরের পুরনো শহরকেন্দ্রের তুয়ানচেং এলাকাতে ৩০০০ পরিবারের বাস। এখানকার অধিকাংশ বাসিন্দা কবুতর ব্যবসা করতো বলে অতীতে এলাকাটিকে পিজয়ন লেন বলা হতো ।

একসময়ের জরাজীর্ণ এই শহরটিতে সংস্কার করতে ২০১৬ সালে স্থানীয় কতৃপক্ষ এলাকার পুরাতন বাড়ির পরিবর্তে নতুন বাড়ি তৈরিতে প্রনোদনা ব্যবস্তা করে চালু করে । গ্যাস সরবরাহ, ,পানি,বিদ্যুত অবকাঠামো সুবিধা জন্য তহবিলের ব্যবস্থা করে।

আট বছরের কঠোর পরিশ্রমের পর, এখন এলাকাটি মনোরম ও সুন্দর হয়েছে যেখানে আগের সরু রাস্তার পরিবর্তে প্রশস্ত রাস্তা, সেই সাথে সারিবদ্ধ নান্দনিক ডিজাইনের ভবন দেখা যায়।

কিছু বাসিন্দা তাদের বাড়িগুলিকে হোমস্টেতে রূপান্তর করেছে যা সারা দেশের পর্যটকদের আকর্ষণ করেছে।

মেরেমু জলিল নামের একজন হোমস্টে মালিক বলেন, "আমার ঠাকুমা এখানে প্রায় ৮০ বছর ধরে বসবাস করেছেন, এবং এখানে আমিও জন্মগ্রহণ করেছি। কমপ্লেক্সটি ২০১৬ সালে সংস্কার করে ১০ টিরও বেশি রুম করা হয়েছে, পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য যার জন্য তাদের ভাড়া গুনতে হয় রাত প্রতি ৪০০ ইউয়ান।

কিছু বাসিন্দা তো তাদের বাড়ির একটি তলা ইজারা দিয়ে তা স্থানীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প ও পোশাক বিক্রির দোকান বানিয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn