‘বিজনেস টাইম’পর্ব- ২২
এপ্রিল মাসে প্রথম প্রথম চীনা মানব বা হিউম্যানয়েড রোবট শিল্প সম্মেলনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, চীনের মানব রোবট শিল্পের বাজার ২০২৪ সালে ২৭৬ কোটি ইউয়ান এবং ২০২৯ য়ের মধ্যে ৭৫০ কোটি ইউয়ানে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, চীন ২০২৫ সালের মধ্যে মানব রোবট একটি প্রাথমিক উদ্ভাবনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যা ২০২৭ সালে দেশটিকে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য শিল্প এবং সরবরাহ চেইন ব্যবস্থা দিতে পারবে পাশাপাশি এই খাত প্রকৃত অর্থনীতিতে গভীরভাবে ভূমিকা রাখবে।
।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল
।। সম্পাদনা: শান্তা মারিয়া
Ø টুকরো খবর
v আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)- প্রকাশিত ‘বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিবেদন’-য়ে আইএমএফ বলেছে, ২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে।
চলতি বছরের প্রথমার্ধে বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম ও বিশ্ববাণিজ্য কিছুটা সুসংহত হয়েছে, এশীয় অঞ্চলে রপ্তানি বেড়েছে। এর ফলে আইএমএফ-এর সর্বশেষ পূর্বাভাষ বলছে, ২০২৪ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হতে পারে। আর, ২০২৪ ও ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য যথাক্রমে ৩.১ ও ৩.৪ শতাংশ বাড়তে পারে।
v চলতি বছরের প্রথমার্ধশেষে চীনের জিডিপি ৬১.৬৮৩৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। পণ্য ও সেবার উৎপাদন এবং চাহিদা বৃদ্ধিতে চীনের অর্থনীতি বাড়ছে।
২০২৪ য়ের প্রথম ৩ মাসে চীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল যুক্তরাষ্ট্র, ইউরো অঞ্চল ও জাপানের তুলনায় বেশি। বছরের প্রথমার্ধে চীন বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
v চলতি বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগ বেড়েছে আগের চেয়ে বেশি। দেশজুড়ে নতুন প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬,৮৭০। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.২ শতাংশ বেড়েছে।
উৎপাদন শিল্পে প্রকৃত বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ ১৪,১৮৬ কোটি ইউয়ান।
চীনে জার্মানি ও সিঙ্গাপুরের প্রকৃত বিনিয়োগ যথাক্রমে ১৮.১ শতাংশ ও ১০.৫ শতাংশ বেড়েছে।
v সবুজ ও কার্বন নির্গমনের কমাতে নতুন শক্তির জ্বালানি গাড়ির উৎপাদন আরও বাড়ছে। গ্রাহক বাড়ছে চীন ও চীনের বাইরে। এনইভি গাড়ি উৎপাদন আগের বছরের চেয়ে ৩৪.৩ শতাংশ বেড়েছে।
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী