বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ২২

CMGPublished: 2024-07-19 17:16:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø থাকছে আরও টুকরো খবর

Ø প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর থেকে কি পেল বাংলাদেশ

সাক্ষাৎকার:

গেল সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও প্রতিনিধিদল চীন সফর করেছিলেন। এই সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফজলুল হালিম রানা এ সম্পর্কে চায়না আর্ন্তজাতিক বেতারকে তার মতামত দিয়েছেন।

Ø মানব রোবট শিল্পের পালে হাওয়া লেগেছে, চাঙ্গা হচ্ছে চীনের অর্থনীতি

শেনচেনের একটি গাড়ি তৈরি কারখানায় প্রোডাকশন লাইনে হেটে বেরিয়ে গাড়ি স্ক্যান, সিটবেল্ট পরীক্ষা, গাড়িতে লেবেন লাগানোর কাজ মত কাজগুলো একচেটিয়া হয়ে যাচ্ছে। এটা কোন মানুষ করছে না, করছে মানব সাদৃশ্য রোবটগুলো।

না এটা কোন সাইন্স ফিকশন মুভির দৃশ্য না, শেনচেনের একটা রোবটিক ফার্ম ইউবিটেক ও চাইনিজ বৈদ্যুতিক গাড়ি নিমার্তা এনআইও একসঙ্গে মানব রোবট নিয়ে সফল ভাবে কাজ করে এগিয়ে চলেছে এভাবেই ।

চলতি মাসের শুরুতে ইউবিটেক ঘোষণা করেছিল, তারা এবং এফএডব্লিউ-

ভক্সওয়াগেন মানুষবিহীন গাড়ি তৈরির কারখানা প্রস্তুতে একসঙ্গে কাজ করবে। এই উদ্যোগের লক্ষ্য কারখানাগুলোতে এই মানব রোবটকে কাজে লাগিয়ে গাড়ির বোল্ড লাগানো, পার্টস এসেম্বল ও বহন করা।

শেনচেনে সপ্তাহ ব্যাপী হয়ে যাওয়া উদ্ভাবনী সম্মেলন ২০২৪ য়ে ইউবিটেকের ভাইস প্রেসিডেন্ট প্যাং চিয়ানসিন বলেন, গাড়ি, কম্পিউটার, যোগাযোগ, ভোক্তা প্রযুক্তি পণ্য উৎপাদন কারখানাগুলোতে মানব রোবটগুলো ক্রমবর্ধমানভাবে কাজ করে যাচ্ছে। প্যাং বলেন,মানব রোবটের ভবিষ্যত বিকাশের জন্য উচ্চমানের মোটর, সেন্সর এবং অন্যান্য মূল উপাদানগুলির আরও গবেষণা এবং উন্নয়ন প্রয়োজন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn