বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ১৭

CMGPublished: 2024-06-13 20:04:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশের মতো চীনে এখন চার্জিং স্টেশনের চাহিদাও বাড়ছে। আর সেই খাতেও নজর আছে বিদেশি বিনিয়োগকারীদের।

সুইস প্রযুক্তি প্রতিষ্ঠান এবিবি এখন চীনের ক্রমবর্ধমান চার্জিং কাঠামো বাজারে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খোঁজার প্রচেষ্টা বাড়াচ্ছে।

প্রতিষ্ঠানটির চীন শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাও ইয়াং জানালেন, ‘আমরা চীনে ৩০টিরও বেশি গাড়ির গ্রাহক নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি ইভি অবকাঠামো বিনিয়োগ এবং অপারেশনে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। এ কারণে আমরা অনেকগুলো চার্জিং স্টেশন চালু করছি।’

চীনে এখন বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়ের জন্য আছে ৫০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টার অবকাঠামো। ২০৩০ সালে যা বেড়েছে ৬০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায় পৌঁছাবে। দশ গুণ বৃদ্ধির সম্ভাবনা আছে যে বাজারের, সেখানে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের আনাগোনা থাকাটাই স্বাভাবিক। আর তাই এ শিল্প সংশ্লিষ্ট অনেককেই এখন চীনে আয়োজিত বিভিন্ন অটো শোতে দেখা যায়। চীনের নতুন মডেলের গাড়ি ও প্রযুক্তিগুলোকে বেশ শ্রদ্ধাার সঙ্গেই দেখছেন তারা।

।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

।। সম্পাদনা: শাহানশাহ রাসেল

সাক্ষাৎকার: গ্রামীণ অর্থনীতির উন্নয়নে করণীয়

একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সে দেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের গ্রাম উন্নয়নে বিষয়ে মতামত দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালযয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.শফিকুল ইসলাম। তিনি চীনের চুংনান বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ উন্নয়ন বিসয়ে ডক্টরেট ডিগ্রী অর্জণ করেছেন।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn