বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ১৪

CMGPublished: 2024-05-23 19:00:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

· ইন্টেলিজেন্ট কার নিয়ে কাজ করছে জার্মানির অডি ও চীনের এসএআইসি মোটর

· যুক্তরাষ্ট্রের শুল্ক-প্রভাব পড়বে না চীনে জানালেন বিশেষজ্ঞরা

· চীনের মুক্ত বাণিজ্য অঞ্চল ও ভিসা মুক্ত সুবিধা আওতায় আসতে বাংলাদেশের করণীয়

ইন্টেলিজেন্ট কার নিয়ে কাজ করছে জার্মানির অডি ও চীনের এসএআইসি মোটর

‘অ্যাডভান্সড ডিজিটাল প্লাটফর্ম’ নামে পরবর্তী প্রজন্মের জন্য উচ্চমানের গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি এবং চীনের এসএআইসি মোটর।

সোমবার প্রতিষ্ঠান দুটি জানায় চীনের গতিশীল ও দ্রুত সম্প্রসারণশীল বাজারে বি এবং সি ক্যাটাগরির তিনটি মডেলের বৈদ্যুতিক গাড়ি নিয়ে একযোগে কাজ শুরু করেছে তারা। ২০২৫ সালে বাজারে আসবে প্রথম মডেলটি।

নতুন প্লাটফর্মটিতে মূলত গাড়ির ভেতর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালকরণে জোর দেওয়া হয়েছে। এমনকি গাড়ি চালানোর এক নতুন অভিজ্ঞতা দেওয়া নিয়েও চলছে কাজ। মূল বিষয় হচ্ছে অডি ও এসএআইসি একসঙ্গে কাজ করায় বৈদ্যুতিক গাড়ি তথা ইভি শিল্পের চীনা প্রতিষ্ঠানসহ চীনের ইভি শিল্পেরও উন্নয়ন হবে, এমনটাই জানালেন এসএআইসি মোটরের ভাইস প্রেসিডেন্ট ও এসএআইসি ভক্সওয়াগেনের প্রেসিডেন্ট চিয়া চিয়ানসু।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn