‘বিজনেস টাইম’ পর্ব- ১৩
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
· ইউরোপের বারোটি দেশের সাথে চীনের ভিসা ফ্রি নীতি নিয়ে বিশ্লেষণ
· চীনে জমে উঠেছে ইউর ক্রীড়া-পণ্য বাজার
· আসিয়ানের দেশগুলোর সঙ্গে রেকর্ড ১৫৭ দশমিক ১ বিলিয়ন ইউয়ান বাণিজ্য
ইউরোপের বারোটি দেশের সাথে চীনের ভিসা ফ্রি নীতি নিয়ে বিশ্লেষণ
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিংপিন ইউরোপ সফর করেছেন। ইউরোপের ১২টি দেশের জন্য চীনের ভিসা ফ্রি নীতি আছে।
ইউরোপের আরও কয়েকটি দেশের জন্যও তা হতে যাচ্ছে।
এ বিষয়ে মতামত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণার চেয়ারপার্সন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
চীনে জমে উঠেছে ইউর ক্রীড়া-পণ্য বাজার
প্যারিস অলিম্পিককে সামনে রেখে চীনের ইউ শহরের ক্রীড়া পণ্যের বাজার তেজি হয়ে উঠেছে। প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হতে তিন মাসেরও কম সময় রয়েছে। ছোট পণ্যের জন্য বিশ্বের বৃহত্তম পাইকারি বাজার ইউ জমে উঠেছে ক্রীড়াপণ্যের ব্যবসায়। ইউ থেকে আন্তর্জাতিক বাজারে ক্রীড়াপণ্যের রপ্তানি চলতি বছরের প্রথম চার মাসে ৪৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ভবন। এখানে ছয়শর বেশি ক্রীড়া সামগ্রীর দোকান রয়েছে।
বাজারে অলিম্পিক বল এবং ব্যাডমিন্টন র্যাকেট বিক্রি করেন এমন একজন ব্যবসায়ী বলেছেন যে তার রপ্তানি মাত্র দুই মাসে এক মিলিয়ন ইউয়ান (প্রায় ১৩৮,২২৪.৬৪ মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।
এই মার্কেটে ক্রীড়াপণ্যের একজন পাইকারী বিক্রেতা চু ফাংচৌ বলেন,