বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ১৩

CMGPublished: 2024-05-17 17:12:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

· ইউরোপের বারোটি দেশের সাথে চীনের ভিসা ফ্রি নীতি নিয়ে বিশ্লেষণ

· চীনে জমে উঠেছে ইউর ক্রীড়া-পণ্য বাজার

· আসিয়ানের দেশগুলোর সঙ্গে রেকর্ড ১৫৭ দশমিক ১ বিলিয়ন ইউয়ান বাণিজ্য

ইউরোপের বারোটি দেশের সাথে চীনের ভিসা ফ্রি নীতি নিয়ে বিশ্লেষণ

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিংপিন ইউরোপ সফর করেছেন। ইউরোপের ১২টি দেশের জন্য চীনের ভিসা ফ্রি নীতি আছে।

ইউরোপের আরও কয়েকটি দেশের জন্যও তা হতে যাচ্ছে।

এ বিষয়ে মতামত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণার চেয়ারপার্সন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

চীনে জমে উঠেছে ইউর ক্রীড়া-পণ্য বাজার

প্যারিস অলিম্পিককে সামনে রেখে চীনের ইউ শহরের ক্রীড়া পণ্যের বাজার তেজি হয়ে উঠেছে। প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হতে তিন মাসেরও কম সময় রয়েছে। ছোট পণ্যের জন্য বিশ্বের বৃহত্তম পাইকারি বাজার ইউ জমে উঠেছে ক্রীড়াপণ্যের ব্যবসায়। ইউ থেকে আন্তর্জাতিক বাজারে ক্রীড়াপণ্যের রপ্তানি চলতি বছরের প্রথম চার মাসে ৪৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ভবন। এখানে ছয়শর বেশি ক্রীড়া সামগ্রীর দোকান রয়েছে।

বাজারে অলিম্পিক বল এবং ব্যাডমিন্টন র্যাকেট বিক্রি করেন এমন একজন ব্যবসায়ী বলেছেন যে তার রপ্তানি মাত্র দুই মাসে এক মিলিয়ন ইউয়ান (প্রায় ১৩৮,২২৪.৬৪ মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

এই মার্কেটে ক্রীড়াপণ্যের একজন পাইকারী বিক্রেতা চু ফাংচৌ বলেন,

"আমরা গত সেপ্টেম্বরে এখানে ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটিতে একটি অপারেশন প্রতিষ্ঠা করেছি, কারণ ইউ-তে সুবিধাজনক শুল্ক ছাড়পত্র রয়েছে। অলিম্পিক গেমস যতই ঘনিয়ে আসছে, তত বেশি বিদেশী ক্রেতারা এখানে ক্রীড়া সামগ্রী কেনার জন্য আসছেন, তাই আমরা এই ব্যবসার সুযোগটি কাজে লাগাতে চাই। আমাদের অর্ডার ভলিউম মার্চ এবং এপ্রিলে বাড়তে থাকে, এবং এখন পর্যন্ত, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলোতে পণ্য পাঠানো হয়েছে। আমি বিশ্বাস করি এখানে আরও অর্ডার আসবে।’

শুল্ক তথ্য অনুযায়ী, বছরের প্রথম চার মাসে ইউ থেকে ক্রীড়া সামগ্রী রপ্তানি ২.৫ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩৪৫.৫৬মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউ এর কাস্টমস কর্মকর্তা কং তোংতোং বলেন,

"আমরা উৎপত্তির শংসাপত্রের জন্য বুদ্ধিমান অডিট এবং স্ব-মুদ্রণ পরিষেবা চালু করেছি। এর ফলে যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপত্তির শংসাপত্রের জন্য আবেদন করে তখন তাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া যায়। আমরা কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য সারা সপ্তাহ ২৪ ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট চ্যানেলও খুলেছি। এরফলে যখনি পণ্যগুলো কাস্টমসে পৌছায় তখনি পরিদর্শন করা সম্ভব হয়। এর মাধ্যমে ক্রীড়াপণ্যগুলো দ্রুত ও স্বচ্ছন্দে রপ্তানি করা যাচ্ছে।”

ইউ এর বাজারে অলিম্পিকের ছাপযুক্ত শুধু ক্রীড়াসামগ্রীই নয় পাশাপাশি বিক্রি হচ্ছে অনেক রকম সুভ্যেনিরও।

।। প্রতিবেদন: শান্তা মারিয়া

।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ

আসিয়ানের দেশগুলোর সঙ্গে রেকর্ড ১৫৭ দশমিক ১ বিলিয়ন ইউয়ান বাণিজ্য

চলতি বছরের প্রথম চারমাসে আসিয়ান দেশগুলোর সঙ্গে দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে। এই সময়ে ১৫৭ দশমিক ১ বিলিয়ন ইউয়ান সমমূল্যের পণ্য আমদানি ও রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

সিয়ামেন কাস্টমসের তথ্যানুযায়ী, প্রথম চারমাসে আসিয়ান সদস্য দেশগুলোতে ১০৪ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রধান রপ্তানি পণ্য ছিল যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক পণ্য এবং শ্রমনির্ভর পণ্য।

।। প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ

।। সম্পাদনা: শাহানশাহ রাসেল

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

Share this story on

Messenger Pinterest LinkedIn