‘বিজনেস টাইম’পর্ব- ১২
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
১। বিগত ৬০ বছরে চীন ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক
২। বিশ্ববাজারে বাড়ছে চীনা লজিস্টিক পরিষেবা
৩। চীনের পরিবেশবান্ধব প্রযুক্তি এগিয়ে নিতে পারে বিশ্বকে
বিগত ৬০ বছরে চীন ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক
গত ৬০ বছরে চীন ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতার প্রসার ঘটেছে। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সরাসরি পারস্পরিক বিনিয়োগও ক্রমাগত বাড়ছে। একনজরে চীন-ফ্রান্স অর্থনীতি।
চীন-ফ্রান্স এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং বিশ্বে সপ্তম। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স ও চীন তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। বিগত ৬০ বছরে এই দুই দেশের মধ্যে ৮০০টিরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে।
ফ্রান্সের বেশ কিছু পণ্য যেমন গরুর মাংস, ওয়াইন, জেলি ও পনির চীনে বেশ জনপ্রিয়। অপরদিকে ফ্রান্সের মানুষের কাছে চীনের তৈরি এয়ার ফ্রায়ার, রাইস কুকার, ফ্রিজ ও টিভি জাতীয় গৃহস্থালি পণ্যের বেশ চাহিদা রয়েছে।
চীনের আছে ম্যানুফেকচারিং যন্ত্র, ইলেকট্রনিক্স পণ্য, মেশিনারি যন্ত্রপাতি।
অপরদিকে ফ্রান্সের উচ্চমানের ভোগ্যপণ্য, উড়োজাহাজ প্রযুক্তি ইত্যাদি। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সূত্রমতে, ২০২১ সালে চীনে ফ্রান্সের বিদেশি বিনিয়োগ ছিল ৮৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার, ২০২২ এ ৮০.৭৪ বিলিয়ন ডলার এবং ২০২৩ সালে ছিল ৭৮.৯৩ বিলিয়ন ডলার। চীনে এখন ফ্রান্সের প্রায় দুই হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ৩ লাখ কর্মী কাজ করছে।