‘বিজনেস টাইম’-১
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
এই পর্বে থাকছে:
১. চীনের গতিশীল অর্থনীনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্লেষণ
২. আকাশ ও মাটির পর এবার ভূমির নিচের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতির পালে হাওয়া দিচ্ছে চীন।
৩. পদ্মা রেল সেতু প্রকল্প ভূমিকা রাখছে উন্নয়ন-সমৃদ্ধিতে , বাড়ছে কর্মসংস্থান
বিশ্লেষণ পর্ব:
বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতির দেশ চীন । সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের নিয়ে করা একটি জরিপে বিশ্বের ৯৩ শতাংশ মানুষ চীনের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনার প্রশংসা করেছে। তারা বিশ্বাস করে চীনের শক্তিশালী অর্থনীতির হাত ধরে প্রাণ ফিরে পাবে বিশ্বের টালমাটাল অর্থনীতি। কোন পদ্ধতিতে চীন তার অর্থনীতিকে গতিশীল রেখেছে তা নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারপার্সন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
কর্পোরেট প্রোফাইল:
অর্থনীতিকে চাঙ্গা করতে এবার দক্ষিণ চীনের কুয়াংচৌতেও নেওয়া হয়েছে অভিনব কৌশল। মাটির নিচে বানানো হচ্ছে সুপরিসর দোকানপাট। আর মাটির নিচের ওই সব শপিং মলে গ্রাহকদের আকৃষ্ট করতে কাজে লাগানো পাতাল রেল ব্যবস্থাকে।
ফ্যাশন থিয়ানহ প্লাজা এমনই এক ভূগর্ভস্থ প্লাজা। প্রদেশের মেট্রোলাইনের সংযোগের কারণে শহরের বাণিজ্যিক কেন্দ্রে রূপ নিয়েছে ফ্যাশন থিয়ানহ প্লাজা। যেখানে বিদেশি ব্রান্ডের পণ্যের সঙ্গে পাওয়া যাচ্ছে স্থানীয় নানা পণ্য, বুটিক, ট্রেন্ডি স্ট্রিট ফ্যাশন সামগ্রী ইত্যাদি।
প্রায় ২০টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে থাকা প্লাজাটির ২০২১ সালে গ্রাহক ছিল সাড়ে ৪ কোটি। সুবিধাজনক অবস্থান আর যেকোন সময় সাবওয়ের মাধ্যমে মলে প্রবেশ করা যায় বলে তরুণদের কাছেও এটি হয়ে উঠেছে আড্ডা দেওয়ার অন্যতম একটি পছন্দের গন্তব্যে।ফ্যাশন থিয়ানহ প্লাজার একজন গ্রাহক বলেন,