বাংলা

চলতি বাণিজ্যের ৪০তম পর্ব

CMGPublished: 2023-10-20 18:13:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান

‘চলতি বাণিজ্য’

চলতি বাণিজ্যের ৪০তম পর্বে থাকছে:

১. তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন অনুষ্ঠিত

২. গাড়ি উৎপাদনের জন্য বাংলাদেশকে বেছে নিতে পারে চীন’

৩. ক্রেতা আকর্ষণে চীনে ‘জুয়লারি আর্ট স্কুল’ প্রতিষ্ঠা করেছে ফ্রান্সের ভ্যান ক্লিফ

তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন অনুষ্ঠিত

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে হয়ে গেল তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন। এবারের ফোরামে অংশ নেয় ১৪০টি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। ফোরাম উদ্বোধন করে মূল বক্তব্য উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট ও চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টি –সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এই ফোরামে তিনি বলেন, বিশ্বব্যাপী উন্নয়ন ও সহযোগিতা জোরদার করতেই প্রাচীন রেশম পথের অনুকরণে প্রস্তাব করা হয় বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ।

তৃতীয়বারের মতো চীনের রাজধানী বেইজিংয়ে বসে আন্তর্জাতিক সহযোগিতার বেল্ট অ্যান্ড রোড ফোরাম। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে আরও দুইবার বিআরআই ফোরাম আয়োজন করা হলেও এবারের ফোরামের গুরুত্ব একেবারেই আলাদা। কেননা, চলতি বছর উদযাপন করা হচ্ছে বিআরআইয়ের পথচলার ১০বছর পূর্তি।

বিআরআই সহযোগিতার আওতায় গেল এক দশকে নেওয়া হয় ৩ হাজারের বেশি প্রকল্প। এসব প্রকল্পে বিনিয়োগ করা হয় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাপী নেওয়া এসব প্রকল্পের অধীন রেলওয়ে, ব্রিজ ও পাইপলাইন তৈরি করা হয়। এছাড়া এশিয়া, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর অবকাঠামো উন্নয়ন করা হয় এবং যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়। তাইতো উদ্বোধনী ভাষণে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা পার করেছে সফলতার এক দশক।

সি চিনপিং, চীনা প্রেসিডেন্ট

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn