সমৃদ্ধ কৃষি চীনকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়
দিন বদলের গল্প
যে কোন খরার সময়ে সুখবর নিয়ে এসেছেন চীন ও কেনিয়ার বিজ্ঞানীরা। গবেষণার ফল একদিকে বাড়িয়েছে উৎপাদন অন্যদিকে স্থানীয় কৃষকরা পেয়েছেন ভালো অভিজ্ঞতা। যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় এরকম উচ্চ ফলনশীল জাত সবার মধ্যে আশার সঞ্চার করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য সরবরাহ নিশ্চিত রাখতে সুখবর নিয়ে এসেছেন চীন ও কেনিয়ার বিজ্ঞানীরা। যৌথ প্রচেষ্টায় উদ্ভাবন করা হয়েছে উচ্চ-ফলনশীল ভুট্টার জাত। আশা করা হচ্ছে এর মাধ্যমে আগের চেয়ে ৫০ ভাগ বেশি ফসল ফলানো সম্ভব হবে।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে, চীন-আফ্রিকা গবেষণা কেন্দ্র ৪৫টিরও বেশি যৌথ গবেষণা কার্যক্রম চালিয়েছে যেখানে গুরত্ব পেয়েছে জীববৈচিত্র্য অনুসন্ধান, প্যাথোজেনিক অণুজীব শনাক্তকরণ, ভৌগোলিক বিজ্ঞান এবং উচ্চ-ফলনশীল জাতের উদ্ভাবন।
অন্যান্য প্রসঙ্গ
কফি সবারই পছন্দ। চীনের ইউননান প্রদেশের কফি এরইমধ্যে জনপ্রিয় হয়েছে বিশ্বজুড়ে। দক্ষিণ-পশ্চিম চীনের এই প্রদেশে ব্যাপকভাবে চাষ করা হয় কফির। বাজারেও আনা হচ্ছে নানা স্বাদ ও ফ্লেভারের কফি।এই প্রদেশের পুয়ের সিটিতে ২০ হেক্টর জায়গাজুড়ে রয়েছে কফির বাগান। আর গাছে গাছে ধরে আছে কফির ফল।