পরিবেশবান্ধব জ্বালানীখাতে বিনিয়োগ করবে এনডিবি
মারকোস ট্রয়জো, প্রেসিডেন্ট, এনডিবি
“উদ্ভাবনী টুলস ও বিভিন্ন উৎসের আরো কিছু রিসোর্স ব্যবহার করে আমরা পুঁজিবাজারে, বিশেষ করে বেসরকারিখাতে আমাদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছি। আমরা ক্রমাগত মেধাকে বিকশিত করার চেষ্টা করে যাবো। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সবচেয়ে বড় সম্পদই মেধা।“
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৯০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। এনডিবি বলছে, বিনিয়োগের ক্ষেত্রে পানি সম্পদ ব্যবস্থাপনা, শহরাঞ্চলের উন্নয়ন, যোগাযাগ অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানী ও জনস্বাস্থ্যকে প্রাধান্য দিচ্ছে।
ছও ছিয়াংউ, ভাইস প্রেসিডেন্ট, এনডিবি