পরিবেশবান্ধব জ্বালানীখাতে বিনিয়োগ করবে এনডিবি
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: পরিবেশবান্ধব জ্বালানী, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণখাতে বিনিয়োগ করবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। এসবখাতে ২০২৬ সালের মধ্যে সদস্য দেশগুলোকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক -এনডিবি। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলোর গঠন করা এই ব্যাংক। এনডিবি’র কৌশলগত ঘোষণাপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে কার্যক্রমের আরো মানোন্নয়ন করতে চায় ব্যাংকটি।
বাড়ছে সূর্যের তাপমাত্রা, বাড়ছে সাগরের উপচ্চতা। ভয়াবহ বিপর্যয়ের মুখে দাড়িয়ে বিশ্ব। বসছে জলবায়ু সম্মেলন, অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, সেসব দেশের কর্তাব্যক্তিরা। ঠিক করা হচ্ছে করণীয়।
বিশ্বব্যাপীই আলাপ উঠেছে পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে। এমনই এমনই প্রেক্ষাপটে পরিবেশবান্ধব জ্বালানীসহ নানা কার্বন নিঃসরণ কমানোর মতো খাতে ঋণ দেওয়ার কথা জানিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। শুধু তাই নয়, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণখাতেও বিনিয়োগ করবে এই ব্যাংক।
সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির প্রেসিডেন্ট মারকোস ট্রয়জো এ কথা বলেন। এ জন্য উদ্ভাবনী নানা পদ্ধতি অবলম্বন করার কথাও জানান তিনি।