“চীন ও যুক্তরাষ্ট্রের এক সঙ্গে কাজ করা উচিত”
বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে এরইমধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং প্রস্তাব করেছেন গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করতে ভূমিকা পালন করবে এই দুই উদ্যোগ।
“চীন দুটি উদ্যোগ হাতে নিয়েছে। বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ। এর মাধ্যমে বিশ্বে শান্তি ও উন্নয়নে গতি ফেরাতে চায় চীন। যদিও রক্ষণশীল মার্কিনীর একটি গ্রুপ এই বিশ্বকে আরো বিভক্ত করার চেষ্টা করছে এবং যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।“
তারা বলছেন, বৈশ্বিক ও আঞ্চলিক কৌশলগত সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই দুই দেশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।